নিউইয়র্কে ৬১তম জাতিসংঘ সাধারণ পরিষদে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং ১৮ সেপ্টেম্বর ইরাক বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ভাষণ দিয়েছেন। তিনি ইরাক সমস্যা নিয়ে চীনের অভিমত ব্যাখ্যা করেছেন।
তিনি বলেছেন, চীন আশা করে, ইরাকে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠিত হবে। তবে সামরিক উপায়ে সমস্যার সমাধান হতে পারে না। ইরাকের বিভিন্ন দল ও সংস্থার বল প্রয়োগ নীতি পরিহার করে, শান্তি ও গণতান্ত্রিক উপায়ে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা উচিত। এর পাশা পাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক উদ্যোগ গ্রহণ এবং ইরাকে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে সাহায্য করা উচিত। যাতে ইরাকে নিরাপত্তা নিশ্চিত হয়।
|