ইরাকের নিকটবর্তী দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলন ১৮ সেপ্টেম্বর সৌদী আরবের লোহিত সাগরের তীরবর্তী জিদ্দাহ শহরে অনুষ্ঠিত হয়েছে । ইরাক, তুরস্ক, ইরান, জর্ডান, কুয়েত, সৌদী আরব, সিরিয়া, মিসর এবং বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রীরা এই সম্মেলনে অংশ নেন ।
বিভিন্ন দেশের প্রতিনিধিরা একমত হয়েছে যে, তাদের উচিত পারস্পরিক পরামর্শ ও সহযোগিতা জোরদার করা। বিশেষ করে , বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা, যাতে ইরাককে সাহায্য করে সন্ত্রাসী তত্পরতা বন্ধের মাধ্যমে দেশটির স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই সম্মেলন একটি বিশেষ সচিবালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর দফতর হবে ইরাকের রাজধানি বাগদাদে। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিভিন্ন দেশের সংস্থার সম্বন্বয় ও ভবিষ্যত্ সম্মেলনের প্রস্তুতি কাজের দায়িত্ব পালন করবে।
.
|