|
 |
(GMT+08:00)
2006-09-18 21:11:35
|
 |
শ্রীলংকার সরকারী বাহিনীর গোলাবর্ষণে তামিল টাইগার সংস্থার জাহাজ ডুবে গেছে
cri
১৮ সেপ্টেম্বর শ্রীলংকার পত্রপত্রিকার খবরে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর শ্রীলংকার পূর্বাংশের সাগরে শ্রীলংকা সরকারী বাহিনীর গোলাবর্ষণে তামিল টাইগার সংস্থার একটি জাহাজ ডুবে গেছে । এই জাহাজটিকে একটি অস্ত্রবাহী জাহাজ বলে সন্দেহ করা হচ্ছে। একটি খবরে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বস্থানীয় সময় সকাল সাতটা ৪০ মিনিটে শ্রীলংকার নৌবাহিনী খালমুনেইএর পূর্ব দিকে ২০০ কিলোমিটার দূরের সাগরসীমায় পাতাকা না উড়ানোএকটি জাহাজ দেখে।শ্রীলংকার নৌবাহিনী এই জাহাজটির পরিচয় জানতে না পেরে শ্রীলংকার নৌ-বাহিনী একই দিন দুপুরে এই জাহাজ ডুবিয়ে দিয়েছে। শ্রীলংকার নৌবাহিনী অনুমান করেছে, এই জাহাজে সম্ভবত তামিল টাইগার ১৫জন সদস্য ছিল। তা ছাড়া, হাজাজে ক্ষেপনাস্ত্র সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ছিল। শ্রীলংকার রাষ্ট্রীয় নিরাপত্তা তথ্য কেন্দ্র একই দিন সন্ধ্যায় প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে তামিল টাইগার সংস্থা এক দিকে আলোচনায় বসতে রাজি হয়েছে, অন্য দিকে অস্ত্র কিনে অব্যাহতভাবে সন্ত্রাসবাদী তত্পরতায় লিপ্ত রয়েছে। এতে প্রতিপন্ন হয়েছে যে, নিজেদের পুরনায় শক্তিশালী করতে সময় নেয়া জন্যে এই সংস্থা আলোচনা করতে রাজি হয়েছে।
|
|
|