চীন ও ইইউর মধ্যে কৌশলগত সহযোগিতা(ছবি)
cri
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৮ সেপ্টেম্বর পেইচিং সফররত ইতালির প্রধান মন্ত্রী রোমানো প্রোদির সঙ্গে সাক্ষাত করার সময় বলেছেন, চীন ইইউর সঙ্গে রাজনৈতিক আদান প্রদান আর কৌশলগত সহযোগিতা চালাতে ইচ্ছুক । হু চিন থাও বলেছেন, চীন আর ইতালির মধ্যে মৌলিক স্বার্থের সঙ্গে জড়িত কোন বিরোধ নেই, কোন অমীমাংসিত সমস্যাও নেই। অর্থ-বাণিজ্যিক, অর্থবিনিয়োগ বিশেষভাবে মাঝারি ও ছোট শিল্প-প্রতিষ্ঠান ইত্যাদি ক্ষেত্রে চীন ইতালির সঙ্গে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা সম্প্রসারিত করতে প্রস্তুত। রোমানো প্রোদি বলেছেন, চীনের সঙ্গে ইইউর সম্পর্ক বিকশিত করার ব্যাপারে ইতালি সক্রিয় ভূমিকা পালন করবে। আর্থ-বাণিজ্যিক, পরিবেশ সংরক্ষণ এবং সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে চীন ইতালির সঙ্গে আদান-প্রদান আর সহযোগিতা চালাতে ইচ্ছুক।
|
|