v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-18 19:36:15    
চীন অলিম্পিক গেমসের সুযোগ কাজে লাগিয়ে গ্রামীণ ক্রীড়া  অনুশীলনের উন্নয়ন ত্বরান্বিত করছে

cri
    চীনের ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ৯০ কোটি লোক গ্রামাঞ্চলে থাকেন । চীন সরকার বরাবরই কৃষকদের শরীর চর্চাকে একটি বড় ব্যাপার বলে অভিহিত করে । ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমস অনুষ্ঠানের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চীনের ক্রীড়া মহল অলিম্পিক গেমসের সুযোগ কাজে লাগিয়ে চীনের গ্রামাঞ্চলের ক্রীড়া অনুশীলনকে একটি নতুন পর্যায়ে উন্নীত করার প্রচেষ্টা চালাচ্ছে ।

    সম্প্রতি পেইচিংয়ে চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অনুশীলন ব্যুরোর উদ্যোগে এক প্রেস ব্রিফ্রিং অনুষ্ঠিত হয়েছে । প্রেস ব্রিফ্রিংয়ে এই ব্যুরোর উপ-মহাপরিচালক ফুং চিয়ান চুং চীনে জনসাধারণের ক্রীড়া অনুশীলন অভিযান সম্পর্কে অবহিত করেছেন । তিনি বলেছেন , এই অভিযানের লক্ষ্য চীনের জনসাধারণের শরীর চর্চাকে ত্বরান্বিত করা এবং চীনের গ্রামাঞ্চলে ব্যাপকভাবে কৃষকদের শরীর চর্চাকে জনপ্রিয় করে তোলা ।

    ফুং চিয়ান চুং বলেছেন , চীনের অধিকাংশ জনগণ গ্রামাঞ্চলে থাকেন । আরো বেশি কৃষক শরীর চর্চা অভিযানে যোগ দিলেই কেবল অলিম্পিকের মর্মকথা ও কার্যক্রম চীনের জনসাধারণের মধ্যে প্রকৃতভাবে জনপ্রিয় ও সম্প্রসারিত করা যাবে । তিনি বলেছেন ,

    ২০০৮ সালে অলিম্পিক গেমস স্বাগত জানানোর পাশাপাশি জনসাধারণের শরীর চর্চা ও ক্রীড়া অনুশীলন জনপ্রিয় করে তোলা কার্যক্রম চালু করা অপরিহার্য । ২০০৮ সালে পেইচিংয়ে চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন ও উত্কৃষ্ট একটি অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে । সুতরাং চীনের কোটি কোটি লোকের যোগদান ছাড়া এমন চিত্তাকর্ষক অলিম্পিক গেমস অনুষ্ঠান করা একেবারে অসম্ভব হবে ।

    দীর্ঘকাল ধরে গ্রামীণ ক্রীড়া অনুশীলন চীনের জনসাধারণের শরীর চর্চাকে জনপ্রিয় করার অভিযান ও কার্যক্রমের একটি দুর্বল ক্ষেত্র ছিল । যেহেতু গ্রামাঞ্চলের অর্থনীতি অপেক্ষাকৃত অনুন্নত ও ক্রীড়া অনুশীলন ব্যবস্থার দারুণ অভাব , সেহেতু চীনের কৃষকদের শরীর চর্চা অভিযানের বিকাশও কিছুটা মন্থর । বহু গ্রামাঞ্চলে এমন কি গণ শরীর চর্চার স্থান ও সামগ্রীও নেই ।

    ফুং চিয়ান চুং বলেছেন , আসন্ন পেইচিং অলিম্পিক গেমস অনুষ্ঠানের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চীনের ক্রীড়া অনুশীলন ব্যবস্থাপনা বিভাগ এই সুযোগ কাজে লাগিয়ে পেশাগত খেলোয়াড়দের ক্রীড়া বিভাগের সঙ্গে সঙ্গে জনসাধারণের ক্রীড়া অনুশীলন ত্বরান্বিত করা হবে এবং কৃষকদের ক্রীড়া অনুশীলনের পশ্চাত্পদ অবস্থা পরিবর্তন করা হবে । এবছরের প্রথম দিক থেকে চীনের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন স্তরের সরকার গ্রামাঞ্চলের গণ শরীর চর্চা ব্যবস্থার নির্মাণকাজের পদক্ষেপ দ্রুততর করেছে । চীনের অপেক্ষাকৃত উন্নত অঞ্চলগুলোতে গ্রামীণ গণ শরীর চর্চা অভিযান আরো উন্নত হয়েছে ।

    চীনের গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের একটি উন্নত প্রদেশ হিসেবে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের গ্রামাঞ্চলে গণ শরীর চর্চা অভিযান ব্যাপকভাবে বিকশিত করার ব্যাপারে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে । প্রাদেশিক ক্রীড়া অনুশীলন ব্যুরোর মহাপরিচালক লি ই নিন বলেছেন ,

    ২০১০ সালের মধ্যে সমগ্র প্রদেশে গ্রামে গ্রামে ক্রীড়া অনুশীলনের ব্যবস্থার লক্ষ্য বাস্তবায়ন করা হবে । এর মধ্যে চিয়াং সু প্রদেশের দক্ষিণাংশে সর্বাগ্রে এই লক্ষ্য বাস্তবায়িত হবে । মধ্যাংশ ও উত্তরাংশে আলাদা আলাদাভাবে ২০০৮ সাল ও ২০১০ সালে এই লক্ষ্য কার্যকর করা হবে ।

    খবরে প্রকাশ , এবছর চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অনুশীলন ব্যুরো সিদ্ধান্ত নিয়েছে যে , সামনের ৫ বছরে সমগ্র দেশে কৃষকদের ক্রীড়া অনুশীলন জনপ্রিয় করা সংক্রান্ত এক কার্যক্রম চালু করা হবে । এই কার্যক্রম অনুযায়ী , ২০১০ সালের মধ্যে দেশের এক ষষ্ঠাংশ গ্রামে গণ ক্রীড়া অনুশীলন ব্যবস্থা নির্মাণ করা হবে । এতে ১৫ কোটি কৃষক উপকৃত হবেন । ব্যাপক কৃষকমুখী গ্রামীণ ক্রীড়া অনুশীলন ব্যবস্থা চালু হওয়ায় চীনের গ্রামাঞ্চলে শরীর চর্চায় অংশগ্রহণকারীদের সংখ্যা বিপুলমাত্রায় বেড়ে যাবে ।