১৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে বিশ্ব ব্যাংকের প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি চীন ও ভারত আফ্রিকায় পুঁজি বিনিয়োগ বাড়িয়েছে। তা আফ্রিকার অর্থনীতির বৃদ্ধি ত্বরান্বিত ও কর্মসংস্থান সৃষ্টি করার জন্যে নতুন সুযোগ ও বিরাট শক্তি এনে দিবে।
আফ্রিকার সিল্ক পথ: চীন ও ভারতের নতুন অর্থনীতির ফ্রান্টিয়ার নামে গবেষণা রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে এশিয়ায় আফ্রিকার রপ্তানির পরিমাণ আফ্রিকার রপ্তানির পরিমানের ২৭ শতাংশ। ১৯৯০ সালের চেয়ে তা তিন গুণ বেড়েছে। এর সঙ্গে সঙ্গে আফ্রিকায়এশিয়ার রপ্তানি প্রতি বছরে ১৮ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। তা ছাড়া, আফ্রিকায় চীন ও ভারতের সরাসরি পুঁজি বিনিয়োগের বৃদ্ধিও খুব দ্রুত।
বিশ্ব ব্যাংকের আফ্রিকান এলাকার অর্থনীতির উপদেষ্টা, এই রিপোর্টের রচয়িতা হারি জি. ব্রডমান বলেছেন, এই নতুন সিল্ক পথ খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান সুযোগের প্রতিনিধিত্ব করে। তা সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলের আফ্রিকান অঞ্চলের অর্থনীতির বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাদের যোগাযোগ দ্রুততর করার অনুকূল।
|