v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-18 18:48:37    
১১--১৮ সেপ্টেম্বর, ২০০৬

cri
ওয়েন চিয়াপাও'র ইউরোপ ও এশিয়া সফর ফলপ্রসূ

১৬ সেপ্টেম্বর চীনের প্রধামন্ত্রী ওয়েন চিয়াপাও তাঁর ইউরোপ ও এশিয়া সফর শেষ করে পেইচিংয়ে ফিরে এসেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং দেশে ফিরে আসার পথে বলেছেন, এবারের সফর ফলপ্রসূ হয়েছে। এই সফর ভবিষ্যতে চীন-ইউরোপ সহযোগিতা ও চীন-মধ্য-প্রাচ্য সহযোগিতা উন্নয়নের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

লি চাওসিং বলেছেন, এবারের সফর পারষ্পরিক আস্থা বেড়েছে এবং চীন-ইউরোপ সহযোগিতার উন্নয়ন হয়েছে। সফরকালে ওয়েন চিয়াপাও চীনের নীতি ও প্রস্তাব বর্ণনা বলেছেন, চীন এসব দেশের সঙ্গে পারষ্পরিক আস্থাও সহযোগিতা গভীর করতে, এশিয়া-ইউরোপ সহযোগিতার উন্নয়ন এবং সাংহাই সহযোগিতা সংস্থার মধ্যে পারষ্পরিক সহযোগিতা ত্বরান্বিত করতে ইচ্ছুক। তাছাড়া, তিনি ২০০৮ সাল পেইচিং অলিম্পিক গেমস নিয়ে প্রচার করেছেন।

জাতিসংঘে তাইওয়ানের প্রতিনিধি অধিকার প্রস্তাব ব্যর্থ

৬১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিষয়ক কমিটি স্থানীয় সময় ১২ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রথম অধিবেশন আয়োজন করে। সম্মেলনে গাম্বিয়াসহ একযোগে অল্প কিছু দেশের উত্থাপিত তথাকথিত "জাতিসংঘে তাইওয়ানের প্রতিনিধি অধিকার" প্রস্তাব জাতিসংঘের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে।

১৯৯৩ সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিষয়ক কমিটি একটানা ১৪ বার সুস্পষ্টভাবে এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া সাধারণ বিষয়ক কমিটির অধিবেশনে বলেছেন, বিশ্বে চীন নামে একমাত্র দেশ আছে। প্রাচীনকাল থেকে তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ অংশ। জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিষয়ক কমিটি দশ বারো বছর ধরে দৃঢ়ভাবে তথাকথিত "তাইওয়ানের অন্তর্ভুক্ত প্রস্তাব" প্রত্যাখ্যান করেছে। এর মাধ্যমে জাতিসংঘের সদস্যদের জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মৌলিক নীতি রক্ষা করার ন্যায়সংগত অবস্থান প্রতিফলিত হয়েছে। অতি স্বল্প সংখ্যক "স্বাধীন তাইওয়ান পন্থী" ব্যক্তির স্বদেশকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা অবশ্যই ব্যর্থ হবে।

চীন ও ভারতসহ ৩টি দক্ষিণ এশীয় দেশ যৌথভাবে হিমালয় পর্বতমালায় বৈজ্ঞানিক তদন্ত চালাবে

অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে চীন , ভারত , নেপাল ও ভুটানের বিজ্ঞানীরা প্রথম বারের মতো যৌথভাবে হিমালয় পর্বতমালার উত্তর ও দক্ষিণে বৈজ্ঞানিক তদন্ত চালাবে ।

এই বৈজ্ঞানিক তদন্ত গ্রুপ ১৬জন বিজ্ঞানী নিয়ে গঠিত হয়েছে । এদের মধ্যে তিনজন ভারত , নেপাল ও ভুটান থেকে এসেছেন । এক মাসব্যাপী তদন্তকালে বিজ্ঞানীরা হিমালয় পর্বতমালার উত্তর ও দক্ষিণাংশ এবং আশেপাশের আবহাওয়া ও পরিবেশের প্রভাব নিয়ে তদন্ত চালাবেন । তদন্তকালে উত্তর ও দক্ষিণাংশের প্রাণী ও উদ্ভিদের বিন্যাস নিয়েও গবেষণা করা হবে ।

ভারতের প্রাচীন পুরাকীর্তি প্রদর্শনী পেইচিংয়ে অনুষ্ঠিত হবে

ভারতের প্রাচীন সংস্কৃতির প্রতিনিধিত্বকারী এক শো পুরার্কীতি বিশিষ্ট একটি প্রদর্শনী এবছরের শেষ নাগাদ পেইচিংয়ে দেখানো হবে । চীনের রাষ্ট্রীয় পুরাকীর্তি ব্যুরোর মহাপরিচালক শান চি সিয়াং বলেছেন , গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এটাই হচ্ছে চীনে ভারতের বৃহত্তম পুরাকীর্তি প্রদর্শনী ।

এবারের প্রদর্শনী অনুষ্ঠানের জন্য গত দু' বছরে দু'দেশের সংশ্লিষ্ট বিভাগ ও পুরাকীর্তি বিষয়ক বিশেষজ্ঞরা ভারতের দশ-বারো যাদুঘর থেকে ১ শো মূল্যবান পুরাকীর্তি বাছাই করেছেন । এ সব পুরাকীর্তির মধ্যে পাথর দিয়ে তৈরী হিন্দুধর্ম ও বৌদ্ধধর্মের মূর্তি , তামা , সোনা ও রুপার সামগ্রী অন্তর্ভুক্ত থাকবে ।

২০০৬ সালে চীন-ভারত মৈত্রী বর্ষের অন্যতম কার্যক্রম হিসেবে দু'দেশের সরকার এবারের প্রদর্শনীর ওপর ব্যাপক গুরুত্ব দিচ্ছে ।

ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ায় তিব্বতের জন্য নতুন উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে

১১ সেপ্টেম্বর প্রকাশিত চীনের পিপলস ডেইলি পত্রিকার একটি ভাষ্যে বলা হয়েছে , ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ায় তিব্বতের জন্য নতুন গুরুত্বপূর্ণ উন্নয়নের সুযোগ বয়ে আনবে ।

ভাষ্যে বলা হয়েছে , তিব্বত শান্তিপূর্ণভাবে মুক্ত হওয়ার পরবর্তী অর্ধেকেরও বেশি সময় ধরে তিব্বতের বিভিন্ন জাতির জনগণ দিন দিন সমৃদ্ধ হয়েছে । আজ তিব্বতে বিভিন্ন জাতির সংহতি অব্যাহতভাবে সুসংবদ্ধ হচ্ছে এবং সমান , ঐক্যবদ্ধ , পারস্পরিক সাহায্যকারী ও সুষম বিভিন্ন জাতির সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে উঠেছে ।

ভাষ্যে আরো বলা হয়েছে , বর্তমানে তিব্বত ইতিহাসের উন্নয়ন ও স্থিতিশীলতার সর্বশ্রেষ্ঠ সময়পর্বে রয়েছে । এবছরের ১লা জুলাই ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ায় চীনের বিভিন্ন অঞ্চল ও সারা বিশ্বের সঙ্গে তিব্বত আরো ঘনিষ্ঠভাবে সংযুক্ত হয়েছে ।

ভারত চীনের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক

ভারতের বিজ্ঞান ও সমুদ্র উন্নয়ন মন্ত্রী কাপিল সাইবাল ১১ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন , চলতি বছর হল চীন-ভারত মৈত্রী বছর । চলতি বছর হল দু'দেশের বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার শ্রেষ্ঠ সুযোগ ।

পেইচিংয়ে সফররত সাইবাল বলেছেন , ভারত ও চীনের বিরাট লোকসংখ্যা আছে । দু'দেশের মোট লোকসংখ্যা বিশ্বের ৩০ শতাংশ । যদি দু'দেশ সহযোগিতা জোরদার করে , নিজের সুবিধা ব্যবহার করে এবং যৌথভাবে কার্যকরভাবে শক্তি সম্পদ পরিচালনা করে , তাহলে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশ বিশ্বের প্রথম স্থানে থাকবে ।

পাকিস্তানের প্রেসিডেন্ট: তালিবান আল-কায়েদার চেয়ে বিপদজনক

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ১২ সেপ্টেম্বর ব্রাসেলসে বলেছেন , তালিবান সশস্ত্র সংস্থা এখন আল-কায়েদা সংস্থার চেয়েও বিপদজনক ।

একইদিন ইউরোপীয় সংসদে ভাষণ দেয়ার সময় মুশাররফ বলেছেন , "৯-১১" ঘটনা এবং আফগানিস্তান যুদ্ধ ৫ বছরের আগের ঘটনা । এখন আফাগানিস্তানের পরিস্থিতির বিরাট পরিবর্তন হয়েছে । সন্ত্রাসবাদের কেন্দ্র আল-কায়েদা সংস্থা থেকে তালিবানে পরিণত হয়েছে ।

তিনি বলেছেন , তালিবান সশস্ত্র সংস্থার শক্তি বেড়েছে , এখন তা আরো বিপদজনক হয়েছে । আফাগানিস্তানের জনগণের মধ্যে তালিবানের সমর্থক বেশি বলে তালিবান আল-কায়েদা সংস্থার চেয়ে বিপদজনক ।

জোটনিরপেক্ষ আন্দোলনের ১৪তম শীর্ষ সম্মেলন সমাপ্ত

" চূড়ান্ত দলিলপত্র" এবং " নতুন পরিস্থিতিতে নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য, মৌলিক নীতি ও ভূমিকা সম্পর্কিত ঘোষণা" অনুমোদনের পর জোটনিরপেক্ষ আন্দোলনের ১৪তম শীর্ষ সম্মেলন স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর সকালে কিউবারের রাজধানী হাভানায় শেষ হয়েছে। এর আগে ইরানের পরমাণু ইস্যু নিয়ে অনুমোদিত একটি বিবৃতিতে সম্মেলনে অংশ গ্রহণকারী প্রতিনিধিরা ইরানের পারমাণবিক শক্তিকে শান্তিমূলক উন্নয়ন ও প্রয়োগের সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, শান্তিমূলকভাবে পারমণবিক শক্তি উন্নয়ন, গবেষণা , উত্পাদন এবং কাজে লাগানো সকল দেশের মৌলিক অধিকার। এ সব অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়।

চীনের উপ পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চি সি ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় চীন সরকারের পক্ষেএক বক্তৃতায় বলেছেন, চীন আশা করে , সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ আন্দোলন আরও সজীব হবে এবং আন্তর্জাতিক বিষয়াদিতে আরও বিরাট ভূমিকা পালন করবে। তিনি জোর দিয়ে বলেছেন, চীন নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে ঐতিহ্যিক ও সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা সম্পর্ক বিকশিত করতে ইচ্ছুক।

ষষ্ঠ এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলন সমাপ্ত

ষষ্ঠ এশিয়-ইউরোপ শীর্ষ সম্মেলন ১১ সেপ্টেম্বর শেষ হয়েছে । সম্মেলনের চেয়ারম্যান বিবৃতিতে এশিয়া-ইউরোপ সম্মেলনের উন্নয়ন এবং আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত ঘোষণা গৃহীত হয়েছে । এ ছাড়াও সম্মেলনে বুলগারিয়া , রোমানিয়া , ভারত , পাকিস্তান , মঙ্গোলিযা ও আসিয়ান সচিব কার্যালয় এশিয়-ইউরোপ সম্মেলনে ব্যবস্থায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

সম্মেলনে এশিয় ও ইউরোপীয় দেশ এবং ইইউ নির্বাহী পরিষদ সহ ৩৯ পক্ষের নেতারা পাক্ষিকতা জোরদার ও আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি , আঞ্চলিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ সমস্যা , সংস্কৃতি ও সাংস্কৃতিক সংলাপ , টেকসই উন্নয়নে পরিবেশ ও শক্তি সম্পদের নিরাপত্তা , বিশ্বায়ন ও ভবিষ্যতে এশিয়-ইউরোপ সম্মেলনের উন্নয়ন ইত্যাদি আলোচ্যবিষয় নিয়ে পরামর্শ করেছেন এবং গত দশ বছরে এশিয়-ইউরোপ সম্মেলনের অভিজ্ঞতা ও অগ্রগতি পর্যালোচনা করেছেন ।

উপরোক্ত আলোচ্যবিষয় সম্বন্ধে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন , নতুন হুমকি ও চ্যালেন্জ মোকাবিলার বিষয়ে জাতিসংঘের সামর্থ জোরদার করতে হবে , সংলাপ ও আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধান করতে হবে , সন্ত্রাস দমন সহযোগিতা প্রসারিত করতে হবে এবং দুই রকমের মূল্যায়নের বিরোধীতা করতে হবে , তা ছাড়া , সংক্রামক রোগের প্রতিরোধ ও চিকিত্সা সহযোগিতাও বাড়াতে হবে ।

ইস্মাইল হানিয়া: নতুন ফিলিস্তিন জাতীয় যৌথ সরকার ফিলিস্তিন-ইসরাইল চুক্তি অস্বীকার

১৬ সেপ্টেম্ব ফিলিস্তিন স্বাত্তশাসিত সরকারের প্রধানমন্ত্রী ইস্মাইল হানিয়া গাজায় বলেছেন, নতুন ফিলিস্তিন জাতীয় যৌথ সরকার স্বাক্ষরিত ফিলিস্তিন-ইসরাইল চুক্তি অস্বীকার করবে।

তিনি বলেছেন, যা ফিলিস্তিনের জনগণের সর্বোচ্চ অধিকারের অনুকূল হয়, তা ফিলিস্তিনের নতুন সরকার গ্রহণ করবে। কিন্তু স্বাক্ষরিত ফিলিস্তিন-ইসরাইল চুক্তি অস্বীকার করবে।

গত মার্চ মাসে হামাস ক্ষমতাসীন হওয়ার পর, মধ্য-প্রাচ্য সমস্যার চারটি সংশ্লিষ্ট পক্ষ জাতিসংঘ, ই ইউ, যুক্তরাষ্ট্র ও রাশিয়া হামাস সরকারের প্রতি বলপ্রয়োগ নীতি ত্যাগ করা, ইসরাইলকে স্বীকার করা, স্বাক্ষরিত ফিলিস্তিন-ইসরাইল চুক্তির তিনটি শর্ত গ্রহণ করার দাবি জানিয়েছে। কিন্তু হামাস এখনো এ বিষয়ে কোনো সাড়া দেয় নি।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার যুক্তরাষ্ট্র সমালোচনা করেছে

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোষ্ট পত্রিকার ১৪ সেপ্টেম্বর খবরে প্রকাশ, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ভিলমোস ছের্ভেনি ১৩ সেপ্টেম্বর মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান পিটার হোকস্ট্রাকে দেয়া চিঠিতে গত মাসে ইরানের পারমাণবিক দক্ষতা সংক্রান্ত রিপোর্টে বিদ্যমান ভুল এবং আন্তরিকতাহীন বিষয়বস্তুর সমালোচনা করেছেন।

  ১৪ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিয়ান মেকোমার্ক বলেছেন, নিরাপত্তা পরিষদে ইরানকে শাস্তি দেয়া সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করতে কয়েক সপ্তাহ লাগবে। এই ব্যাপারে যুক্তরাষ্ট্র ঘন ঘন, এমনকি কঠোর আলোচনা ও কূটনৈতিক কার্যক্রম গ্রহণ করছে। তবে তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদে ইরানকে শাস্তি দেয়ার সিদ্ধান্ত অনুমোদিত হবে।

১১ সেপ্টেম্বর ঘটনার পঞ্চম বার্ষিকী

মার্কিন যুক্তরাষ্ট্রে১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পঞ্চম বার্ষিকী উপলক্ষ্যে ১০ সেপ্টেম্বর মার্কিন সরকার এবং জনসাধারণ নানা কর্মসূচির আয়োজন করে।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ ১০ সেপ্টেম্বর বিকালে নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ধ্বংসাবশেষে গিয়ে ১১ সেপ্টেম্বর ঘটনার পঞ্চম বার্ষিকীর জন্য নির্মিত একটি পুকুরে পুষ্প স্তবক অর্পণ করেন। এরপর তিনি ১১ সেপ্টেম্বরের ঘটনায় নিহতদের স্মরনে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।

অন্য খবরে জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বহু সন্ত্রাস দমন বিশেষজ্ঞ উল্লেখ করেছেন, যদিও সম্প্রতি বুশ বলেছেন, সন্ত্রাস বিরোধী সংগ্রামে যুক্তরাষ্ট্র বিরাট সাফল্য অর্জন করেছে। তবে "আল-কায়েদার" সাফল্যের সঙ্গে পাশ্চত্য দেশে জন্মগ্রহণকারী চরমপন্থী ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়ার নেটওয়ার্ক প্রতিষ্ঠার ঘটনা থেকে প্রমাণিত হয়েছে যে, যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধী সংগ্রামে জয়লাভ করে নি।