চীনের প্রাচীনতম হাতে লেখা কোরান শরীফ এখন উত্তর পশ্চিম চীনের ছিনহাই প্রদেশের সুনহুয়া সারা জাতি স্বায়তশাসিত জেলার জেচি মসজিদে সংরক্ষিত রয়েছে । বর্তমানে প্রত্নতত্ত্ববিদরা এই মূল্যবান পুথিপত্র পুনরাণয়ন করছেন ।
সারা জাতির অধিবাসীরা জানিয়েছেন , এই কোরান শরীফ তাদের পূর্বপুরুষরা লিখেছিলেন । তাই সারা জাতির অধিবাসীরা এই কোরান শরীফকে মূল্যবান সম্পদ মনে করেন । সাত শ' বছর পুরনো এই বইয়ের চামড়ার প্রচ্ছদ শক্ত রয়েছে , বইটির পৃষ্ঠাগুলো হলুদ হয়েছে , কোনো কোনো পৃষ্ঠা ছেড়া রয়েছে ।
আমাদের সংবাদদাতা লক্ষ্য করেছেন , জেচি মসজিদের কাছে একটি প্রদর্শনী ভবন নির্মাণ হচ্ছে । পুনরাণয়নকৃত কোরান শরিফ এই নতুন প্রদর্শনী ভবনে রাখা হবে ।
|