দুই কোটি মার্কিন ডলারের ফি জমা দিয়ে সাত মাস প্রস্তুতির পর যুক্তরাষ্ট্রের৪০ বছর বয়সী নারী শিল্পপতি আনোশে আনসারি ১৮ সেপ্টেম্বর তার মহাকাশ যাত্রা শুরু করেছেন । তিনিই পৃথিবীর প্রথম নারী মহাকাশ যাত্রী ।
রাশিয়ার উড্ডয়ন নিয়ন্ত্রণ কেন্দ্রের একটি খবরে বলা হয়েছে , মস্কো সময় ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা ৯ মিনিটে রাশিয়ার ইউনিয়ন টি এম এ -৯ মনুষ্যবাহী মহাকাশ যান কাজাকস্তানের বাইকোনুর থেকে উত্ক্ষেপণের পর মহাকাশ যাত্রী আনসারি , রাশিয়ার নভোচারী এম ভি টিউরিন ও মার্কিন নভোচারী এম লোপেজ আলেকরিয়াকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌছে দেয় ।
টিউরিন ও লোপেজ আলেকরিয়া হচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের চতুর্দশ পর্যবেক্ষণ গ্রুপের সদস্য , তারা পর্যবেক্ষণ কেন্দ্রে ছয় মাস কাজ করবেন । পৃথিবীর প্রথম নারী মহাকাশ যাত্রী আনসারী পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দিন থাকবেন । মহাকাশ ভ্রমণ শেষ করে তিনি রাশিয়ার আরেকটি মহাকাশ যান যোগে পর্যবেক্ষণ গ্রুপের অন্য দুজন নভোচারীর সঙ্গে ফিরে আসবেন ।
|