লেবাননের প্রধানমন্ত্রী ফোয়াড সিনিওরা ১৭ সেপ্টেম্বর দেশবাসীর উদ্দেশ্যে মতবিরোধ দূর করার আহ্বান জানিয়েছেন । ভয়েস অব লেবানন বেতারে ভাষণ দেয়ার সময় সিনিওরা এই কথা বলেছেন । তিনি আরো বলেছেন , বর্তমানে লেবাননী জনগণকে সংযম বজায় রাখতে হবে এবং আলোচনার মাধ্যমে অভ্যন্তরীণ মতবিরোধ দূর করতে হবে । তিনি বলেছেন , লেবানন থেকে ইস্রাইলী বাহিনীর প্রত্যাহার , স্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখা , লেবাননে ইস্রাইলের পোঁতা মাইনগুলোর ম্যাপ উদ্ধার আর ছেবা ফার্ম মুক্তকরণ ইত্যাদি সমস্যার উপর নিবিড় দৃষ্টিরাখতে হবে ।
তিনি আরো বলেছেন , জাতি সংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী লেবাননের সরকারী বাহিনী ইতোমধ্যে লেবাননের বেশির ভাগ জায়গা নিয়ন্ত্রণ করছে । দক্ষিণ লেবাননের গৃহহারা অধিবাসীদের সাহায্য করার জন্য সরকার অর্থ যোগাড় করছে ।
|