চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের ১৮ সেপ্টেম্বর প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, এবছরের আগস্ট মাসের শেষ দিক পর্যন্ত, চীনের মোট ১৬টি শহরাঞ্চলের প্রায় ৯৮ শতাংশ প্রসাশনিক গ্রামের টেলিফোন যোগাযোগ বাস্তবায়ন করা হয়েছে।
২০০৪ সাল থেকে গ্রামে টেলিফোনে যোগাযোগ করার এই প্রকল্পটি কাজ করে যাচ্ছে। এ পর্যন্তএই সংস্থা মোট ১৬ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে। এই প্রকল্পটি অনুযায়ী, ২০০৮ সালে চীনের সব প্রসাশনিক গ্রামের জণসাধারণ টেলিফোনে যোগাযোগ করতে পারে। চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তি বলেছেন, ভবিষ্যত্যে চীনের গ্রামিণ অঞ্চলে ইন্টারনেট নেট ওয়ার্ক অব্যাহতভাবে ব্যবহাত হবে, যার ফলে করবে, যাতে গ্রামীণ অঞ্চলের তথ্য শিল্পপ্রতিষ্ঠানের মান দ্রুত উন্নীত হবে।
|