v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-18 15:27:44    
চীন দরিদ্র অঞ্চলের চিকিত্সা অবস্থা উন্নীত করার জন্যে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক

cri
  চীন হচ্ছে একটি উন্নয়নমুখী দেশ। এর আয়তন বিশাল বলে বিভিন্ন স্থানে উন্নয়নের মান আলাদা আলাদা। চীনের পূর্বাঞ্চলের কিছু কিছু শহরে জনগণের জীবন যাত্রা মান এখন বেশ ভাল । পশ্চিম-মধ্যাঞ্চলের কিছু কিছু অঞ্চলে, লোকের মৌলিক চাহিদা সুনিশ্চিত হলেও স্থানীয় চিকিত্সা ব্যবস্থায় পূর্বাঞ্চলের চেয়ে আরো অনেক ব্যবধান রয়েছে।

  চীনের দরিদ্র অঞ্চলে রোগে আক্রান্ত হওয়া স্থানীয় অধিবাসীদের সবচেয়ে বড় সমস্যা। রোগে আক্রান্ত হলে বেশি টাকা নেই বলে অনেকে চিকিত্সা গ্রহণ করতে পারে না। কিছু কিছু লোকের অর্থনৈতিক সামর্থ্য আছে , কিন্তু স্থানীয় চিকিত্সা ব্যবস্থা পূর্ণাংগ হয়নি। ফলে তারা যথাযথ চিকিত্সা করাতে পারে না।

  সাম্প্রতিক বছরগুলোতে চীন অর্থনৈতিক ও সামাজিক সরকার বেশ সচেতনা হয়েছে। এখন চিকিত্সা ক্ষেত্রে পুঁজিবিনিয়োগ জোরদার করা খুবই গুরুত্বপূর্ণ। সরকার বেশি অর্থ চিকিত্সা ব্যবস্থা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। চীন দরিদ্র অঞ্চলের চিকিত্সা অবস্থা উন্নীত করার জন্যে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক । সম্প্রতি আমাদের সংবাদদাতা চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দরিদ্র অঞ্চল---কুইচৌ প্রদেশের ফান জেলায় গিয়েছিলেন। স্থানীয় চিকিত্সা তিনি স্বচখে দেখেছেন।

  কুইচৌ প্রদেশের ফান জেলা চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি হচ্ছে সরকার নির্ধারিত মোট ৬০০টি রাষ্ট্রীয় পর্যায়ের দারিদ্র্য বিমোচনের প্রধান জেলাগুলোর অন্যতম। এই যায়গাটি হচ্ছে চীনের সবচেয়ে দরিদ্র স্থান। ফান জেলার স্থানীয় মাথাপিছু জি.ডি.পি শুধু ৫০০ মার্কিন ডলার । চীনের গড়পড়তা মাথা আয়ের অর্ধেক। দারিদ্র্যের জন্যে স্থানীয় অধিবাসী রোগে আক্রান্ত হলে স্থানীয় অধিবাসীরা চিকিত্সা গ্রহণ করতে পারে না। এই সমস্যা সমাধানে ২০০৫ সালে ফান জেলা নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা পালন শুরু করেছে।

  " নিখিল চীন নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের ফান জেলা একটি পরীক্ষামূলক জেলা হিসেবে নির্ধারিত হয়েছে । এই নীতি গ্রামীণ অধিবাসীদের দারিদ্র্য সমস্যার সমাধান করে। গ্রামীণ অধিবাসীরা এই নীতিকে সমর্থন করে এবং এটি তাদের কাছে একটি চমত্কার নীতি।"

  চীন সরকার গ্রামীণ অঞ্চলের চিকিত্সা অবস্থা উন্নত করার জন্যে এই নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা চালু করেছে । এটি হচ্ছে প্রতিবছর প্রত্যেক অংশগ্রহণকারী কৃষক ২০ ইউয়ান এবং স্থানীয় সরকার আরো ২০ ইউয়ান জমা দেয়। গ্রামীণ অধিবাসীরা শুধু নিজের ১০ ইউয়ান দিয়ে সহযোগিতামূলখ চিকিত্সা তহবিল গড়ে তলতে পারে। তারা রোগে আক্রান্ত হলে সহযোগিতামূলক চিকিত্সা তহবিল থেকে তাদের চিকিত্সা ব্যয় বহন করা হয়। এতে তাদের অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য হয়েছে। এ পর্যন্ত, ফান জেলায় প্রায় ৭৮.৫ শতাংশ গ্রামীণ অধিবাসী এই সহযোগিতামূলক চিকিত্সায় অংশ নিয়েছে।

  একজন অধিবাসী লি কাইচিয়াং রোগে আক্রান্ত হওয়ায় তার মোট ২ হাজার ২২০ ইউয়ান খরচ হয়েছে। সহযোগিতামূলক চিকিত্সা তহবিল তার ১ হাজার ইউয়ানের বেশি ব্যয় বহন করেছে । তার অনেক আনন্দ লাগে। তার পরিবারের সবাই এই নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সায় অংশ নেয়। সবাই মনে করে যে এই চিকিত্সা ব্যবস্থা খুবই ভাল এবং স্বাগত জানিয়েছে।

  নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা কৃষকদের চিকিত্সার অর্থনৈতিক চাপ কমানোর সংগে সংগে গামীণ প্রাথমিক স্তরের চিকিত্সা প্রতিষ্ঠানের আয়ও বাড়িয়ে দিয়েছে । থানার ক্লিনিক বর্ধিত আয় কাজে লাগিয়ে চিকিত্সা সরঞ্জাম কিনবে , চিকিত্সা কর্মীদের প্রশিক্ষণ দেবে এবং চিকিত্সার মান উন্নত করবে ।

  " আগে দিনে আমাদের ক্লিনিকে থাকার জন্য ৬ থেকে ৮ জন রোগী ব্যবস্থা করা হতো । এখন এই সংখ্যা আঠার থেকে বিশে দাঁড়ায় । মাঝে মাঝে এই সংখ্যা তিরিশেরও বেশি । এতে কৃষকরা উপকৃত হয়েছে এবং হাসপাতাল প্রসারিত হয়েছে"

  নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা সুফল অর্জন করেছে বলে চীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে , এবছর থেকে সহযোগিতা চিকিত্সা তহবিলে অংশগ্রহণকারী কৃষকদের প্রতি সরকারী ভর্তুকী ও অর্থ বরাদ্দ বাড়িয়ে দেয়া হবে এবং এই ব্যবস্থা চালু করার জন্য পরীক্ষামূলক আওতা ধাপে ধাপে সম্প্রসারিত হবে । আগামী ৫ বছরে এই ব্যবস্থা মোটামুটিভাবে সমগ্র চীনের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়বে ।

  " চীনের কেন্দীয় ও স্থানীয় বিভিন্ন স্তরের অর্থ বিভাগগুলো নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা তহবিলে অংশগ্রহণকারী কৃষকদের জন্য অর্থ বরাদ্দ বাড়িয়ে দেবে । এতে নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা গড়ে তোলা ও বিকাশের জন্য ইতিবাচক শর্ত যোগানো হয়েছে ।"

  কিছু দিন আগে চীনের স্বাস্থ্য মন্ত্রনালয় পরবর্তী ৫ বছর মেয়াদী উন্নয়নের একটি কার্যক্রম পেশ করেছে । কার্যক্রমে উল্লেখ করা হয়েছে যে , পরবর্তী ৫ বছরে গ্রামাঞ্চলে স্বাস্থ্য রক্ষার বুনিয়াদী ব্যবস্থার নির্মাণকাজ খাতে চীন সরকার ২০ বিলিয়ন ইউয়ান রেন মিন পি বরাদ্দ করবে । এই কার্যক্রম অনুযায়ী , জেলা , থানা ও গ্রাম এই তিন পর্যায়ের গ্রামীণ চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার পরিসেবা আর ইন্টারনেট বিশেষ করে থানার ক্লিনিক আর জেলার হাসপাতালের নির্মাণকাজ সুসংবদ্ধ আর পূর্ণাংগ করে তোলা হবে । এর সংগে সংগে গ্রামাঞ্চলে প্রাথমিক স্তরের চিকিত্সা কর্মীদের প্রশিক্ষণ দেয়ার কাজ জোরদার করা হবে , থানা ও গ্রাম এই দুই পর্যায়ের চিকিত্সকদের প্রশিক্ষণ দেয়ার কোর্স প্রণয়ন করা হবে , গ্রামাঞ্চলের চিকিত্সা ও স্বাস্থ্যরক্ষা বিষয়ক কর্মীদের জ্ঞানের মান ও পরিসেবার সামর্থ্য উন্নত করা হবে এবং গ্রামাঞ্চলে চিকিত্সা ও স্বাস্থ্যরক্ষা কাজে নিয়োজিত কর্মীদের সামর্থ্য পূর্ণাংগ করে তোলার জন্য প্রতি বছর বিভিন্ন শহর থেকে গ্রামাঞ্চলের চিকিত্সা প্রতিষ্ঠানগুলোতে কয়েক হাজার জন দক্ষ চিকিত্সা কর্মী পাঠানো হবে ।