v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-18 14:35:28    
১৮ সেপ্টেম্বর ক্রীড়া সংবাদ, ২০০৬

cri

   

    চীনের গণ ব্যাংক ২০ সেপ্টেম্বর ২০তম অলিম্পিক গেমসের সাধারণ স্মারক মুদ্রা ও দামী ধাতু স্মারক মুদ্রা প্রকাশ করবে। সাধারণ এ সেটে দুইটি স্মারক মুদ্রা আছে। দামী ধাতু স্মারক মুদ্রার এক সেটে ছয়টি আছে, এর মধ্যে সোনালী মুদ্রা দুইটি, রুপারী মুদ্রা চারটি। এসব চীনের বৈধ মুদ্রা। সাধারণ স্মারক মুদ্রা মোট এক কোটি প্রকাশিত হবে। দামী ধাতু মুদ্রা সবচেয়ে বেশি ১.৬ লাখ প্রকাশিত হবে।

    ১২ সেপ্টেম্বর পেইচিং অলিম্পিক গেমসের সরকারী ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে চীনা, ব্রিটিশ ও ফরাসী ভাষার ইতিহাস পরিদর্শন প্রকাশ করা হয়েছে। এসব ওয়েবসেইটের মাধ্যমে ২০০৬ সালের ১৫ মের পরের অলিম্পিক গেমস সংশ্লিষ্ট তথ্য পাওয়া যায়।

    ১২ সেপ্টেম্বর বিকালে পেইচিং অলিম্পিক গেমসের সংগঠনিক কমিটির ভাইস কার্যকর চেয়ারম্যান চিয়াং সিয়াওইউ জাপানের আসাহি টেলিভিশন কেন্দ্রের মহাপরিচালক মাসাও কিমিওয়াদার সঙ্গে সাক্ষাত্ করেছেন।

    চিয়াং সিয়াওইউ সাক্ষাত্কালে বলেছেন, জাপানের প্রথমে অলিম্পক গেমস অনুষ্ঠান করা এশীয় দেশ হিসেবে বৈচিত্র্যময় অভিজ্ঞতা আছে, চীন শিখতে চায়। সঙ্গে সঙ্গে পেইচিং অলিম্পি গেমসের সাংগঠনিক কমিটি আন্তরিকভাবে আসাহি টেলিভিশন কেন্দ্রসহ সব সম্প্রচার ব্যবসায়ীর জন্যে পরিসেবা সরবরাহ করতে ইচ্ছুক। চীন আশা করে এবারের অলিম্পিক গেমস চীন-জাপান ঐতিহ্যিক মৈত্রী বাড়ানোর জন্যে অবদান রাখবে।

    পেইচিং অলিম্পিক গেমসের একেস্ট্রিয়ান প্রতিযোগিতা অনুষ্ঠানের স্থান হিসেবে হংকং ও মূল ভূভাগের যোগাযোগ দিনে দিনে জোরদার করা হচ্ছে। সম্প্রতি হংকং বিমান বন্দর ও কুয়াংচৌ প্রদেশের চুহাই বিমান বন্দরের যৌথ পরিকল্পনা বাস্তব পর্যায়ে উঠেছে। হাংচৌ বিমান বন্দরের সঙ্গে যৌথ পরিকল্পনা জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি অনুমোদন করেছে।

    সবুজ অলিম্পিক গেমসের ধারণা প্রচারের জন্যে থিয়ানচিন শহর হাইহো নদীর দুই তীরের রুপান্তর ঘটানো হয়েছে। এর মধ্যে সম্প্রতি থিয়ানচিন লোক সংস্কৃতি যাদুঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এ সপ্তাহের মধ্যে খোলা হবে। এ যাদুঘর থিয়ানচিন প্রাচীণ সংস্কৃতিক সড়কে অবস্থিত। আয়তন মোট ৩হাজার বর্গ কিলোমিটার। দ্বিতীয় তলায় চলতি একশো বছরে থিয়ানচিনের লোক সংস্কৃতি প্রদর্শন করা হবে।

    ১২ সেপ্টেম্বর ছিল বিশ্ববিখ্যাত্ চীনা বাস্কেটবল খেলোয়াড় ইয়াও মিংয়ের জন্মদিন। বর্তমানে তাঁর বয়স ২৬ বছর। এদিন তাঁর ডক্তরা তাঁর সঙ্গে সাংহাইয়ে প্রীতি-সম্মেলনী অনুষ্ঠান করে তাঁর জন্মদিন উদ্ধাপন করেছেন।

    পঞ্চম নারী বিশ্বকাপ ফুটবল ২০০৭ সালের ১০ থেকে ৩০ সেপ্টেম্বর চীনে অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন প্রকাশ করেছে যে, প্রায় ৫০টি কোম্পানি এবারের বিশ্বকাপের প্রচার স্বত্ত্ব কিনেছে এবং আরো অনেক কোম্পানি এ স্বত্ত্ব কিনবে।

    ১১ সেপ্টেম্বর এশীয় তরুণ ফুটবল চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালে চীনা দল ১:২ গোলে উত্তর কোরিয়া দলের কাছে হেয়েছে। উত্তর কোরিয়া ছাড়া সিরিয়া, জাপান ও কাজাখস্তান সেমি ফাইনালে উঠেছে।

    

    ১১ সেপ্টেম্বর এ বছরের সর্বশেষ টেনিস গ্রান্ড স্লাম যুক্তরাষ্ট্র ওপেন শেষ হয়েছে। সুইজল্যান্ডের খেলোয়াড় রজার পেদেরার ৩:১ সেটে মার্কিন খেলোয়াড় অ্যান্ডি রোডিককে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। ১০ সেপ্টেম্বর নারী একক ফাইনালে রাশিয়ার সুন্দরী মারিয়া শারাপোভা ব্রাসেলসের বিশ্ববিখ্যাত্ খেলোয়াড় জুস্টিন হেনিন-হার্ডেনেকে পরাজিত করে তাঁর দ্বিতীয় গ্রান্ড স্লামে চ্যাম্পিয়ন হন।

    ২০০৬ সাল বিশ্ব নারী ভোলিবল গ্রাঁ পির ফাইনালে ব্রাজিল ৩:১ সেটে রাশিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রাশিয়া রানার্স-আপ হয়, ইতালি তৃতীয় ও কিউবা চতুর্থ হয়। চীনা দল পঞ্চম হয় এবং জাপানের দল ষষ্ঠ হয়।

    চীনা কাপ বিশ্ব ফিগার স্কেইটিং ২০০৬ ৯ থেকে ১২ নভেম্বর পূর্ব চীনের নানচিং শহরে অনুষ্ঠিত হবে। চীন চতুর্থবার এধরণের উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ফিগার স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠান করবে। চীন কাপ হল বিশ্ব ফিগার স্কেটিং গ্রাঁ পির তৃতীয় ধাপ। খবরে প্রকাশ, এবারের চীন কাপে ১৬টি দেশের ৬৩জন খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে বিশ্বমানের খেলোয়াড়দের অন্তর্ভূক্ত করা হবে।

    ১২ সেপ্টেম্বর চীন টেনিস ওপেনের পুরুষদের দ্বৈতে চীনা খেলোয়াড় ওয়াং চুয়ে এবং লি চিয়ে দ্বিতীয় নম্বর সীড খেলোয়াড় স্লোভাকিয়ার খেলোয়াড় দোমিনিক হর্বাটি এবং জার্মান খেলোয়াড় রাইনার শুত্তেলারকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তাঁরা কোয়ার্টার ফাইনালে চীনা খেলোয়াড় সিন ইয়ান এবং চেং শাওস্যুয়ানের সঙ্গে খেলবেন। চীনা খেলোয়াড় রাই সেমি ফাইনালে উঠে গেছেন।

    চীন টেনিস ওপেনের পুরুষদের এককের প্রথম দফার প্রতিযোগিতা শেষ হয়েছে। চীনা খেলোয়াড় ওয়াং চুয়ে স্লোভেনিয়ার খেলোয়াড় লাকা গ্রেগোর্ছের কাছে হেড়েছে।

    ১৫তম বিশ্ব নারী বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ স্থানীয় সময় ১২ সেপ্টেম্বর ব্রাজিলের সাওপোলোয় উদ্বোধন হয়েছে। চীনা দল প্রথম খেলায় ৭২;১১৯ সেটে মার্কিন দলের কাছে হেড়েছে।

    এবারের নারী বিশ্ব বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ স্থানীয় সময় ১২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার মোট ১৬টি দল অংশ নিয়েছে। চীনা, মার্কিন, রাশিয়া ও নাইজেরিয়া একই গ্রুপে খেলছে। প্রথম রাউন্ডের পর এ দলে চীন চতুর্থ স্থানে রয়েছে।

    এদিন ব্রাজিল ৭১:৭০ আর্জেন্টিনাকে। স্পেন ৮৭:৫৭ দক্ষিণ কোরিয়াকে, ফ্রান্স ৬২:৫৮ চেক রিপাবলিককে পরাজিত করে, কিউবা ৭৫:৭০ চীনের তাইপেইকে, রাশিয়া ৮৪:৫০ নাইচজেরিয়াকে ও সেনগাল ৬৪:৬৫ ক্যানাডাকে পরাজিত করে।