v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-18 14:04:54    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৬/৯/১৭

cri

 চীনা ভাষা চীনকে জানানো ও চীনের সঙ্গে আদানপ্রদানের গুরুত্বপূর্ণ হাতিয়ার ও সাংস্কৃতিক বাহন উপায় হিসেবে বিদেশের আরো বেশি সরকার, শিক্ষা সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান এবং জনগণের কাছে গুরুত্ব পেয়েছে। চীনা ভাষার বাস্তব মূল্য অব্যাহতভাবে উন্নত হচ্ছে। বিশ্বে চীনা ভাষা শিক্ষার হিড়িক পড়েছে। বর্তমানে বিদেশে চীনা ভাষায় অধ্যয়ণরত লোকের সংখ্যা চার কোটি ছাড়িয়েছে। ১০০টি দেশের ২৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা পড়ানোর ব্যবস্থা চালু আছে। ১৮ সেপ্টেম্বর সোমবার শিক্ষার আলো আসরে লি লু এই বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত জানাবেন।

 কিছু দিন আগে জামার্ন সরকারের আর্থিক সাহায্যে আয়োজিত বিশ্ব বইপত্র প্রতিযোগিতায় চীনের পাঠানো "ছাও সুয়ে ছিনের ঘুড়ি শিল্প" বইটি ৩৪টি দেশের পাঠানো ৬০০'রও বেশি বই থেকে নির্বাচিত হয়ে অন্য দেশের ১৩টি বইয়ের সঙ্গে "পৃথিবীর সবচেয়ে সুন্দর বই হিসেবে পুরস্কার পেয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সংস্কৃতির সম্ভার আসরে প্রবীণ কর্মী ফাং সিয়াউ ছিয়ান এই বই সম্পর্কে তথ্য দেবেন।

 অতীতে চীনের তাইওয়ানের ছাত্রছাত্রীরা গ্রীষ্মকালীণ ছুটিতে ইউরোপ ও আমেরিকায় যেতে উত্সাহী ছিল। তবে আজ তারা চীনের মূল ভূখন্ডে এসে ছুটি উপভোগ করতে পছন্দ করে। কিছু দিন আগে নিখিল চীন তাইওয়ান মৈত্রী সমিতির উদ্যোগে তাইওয়ানের তরুণদের একটি গ্রীষ্মকালীন শিবিরের আয়োজন করা হয়। তাইওয়ানের ১৩০০'রও বেশি ছাত্রছাত্রী এই শিবিরে যোগ দিয়েছে। এবারের ভ্রমণ তাদের মনে কি কি ছাপ ফেলেছে। তা জানার জন্য ২০ সেপ্টেম্বর বুধবার চীনের জীবন আসরটি শুনতে ভুলবেন না।

 দেশের অর্থনীতির টেকসই উন্নয়ন বজায় রাখার জন্য চীনের কেন্দ্রীয় ব্যাংক-- পিপলস ব্যাংক চীনা মুদ্রা রেনমিনপি'র আমানত ও ঋণের সুদের হার ০.২৭ শতাংশ বাড়িয়েছে। এটা চলতি বছরে এই ব্যাংকের দ্বিতীয় বার সুদ বৃদ্ধি। পুঁজিবিনিয়োগ ও ঋণ বৃদ্ধির মাত্রাতিরিক্ত গতি খর্ব করাই এবারের সুদ বাড়ানোর প্রধান উদ্দেশ্য। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমাদের অর্থনীতি আসরে প্রবীণ কর্মী লি ইউয়ান শান এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন।

 ক্ষুদ্র ঋণ ব্যবস্থার জন্ম হয় বাংলাদেশে। এই ব্যবস্থার সফলতা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। চীনসহ বেশ কয়েকটি দেশে এই ব্যবস্থা চালু হয়েছে। চীনের রাষ্ট্রীয় দারিদ্র দূরীকরণ তহবিলের উদ্যোগে ক্ষুদ্র ঋণ বিষয়ক প্রকল্পগুলো সি ছুয়ান, কুই চৌ, শান শি আর ফু চিয়ান প্রদেশের দরিদ্র এলাকাগুলোতে ছড়িয়ে আছে। সম্প্রতি আমাদের সংবাদদাতা শুয়েই ফেই ফেই কুই চৌ প্রদেশের ফান জেলার মা ছাং থানার হেই সেং দি গ্রামে সাক্ষাত্কার নিতে গিয়েছিলেন। ২২ সেপ্টেম্বর শুক্রবার গ্রামের কথা আসরে প্রবীণ কর্মী থাং ইয়াও খান ক্ষুদ্র ঋণ ব্যবস্থা প্রবর্তনে কৃষকরা সমৃদ্ধ হচ্ছে নামক প্রতিবেদন পড়ে শুনাবেন।

 ২০০৬ সালের ১৩ জুলাই চীনের চিলিন প্রদেশের সিপিং শহরের কেন্দ্রীয় হাসপাতালের এক অপারেশন রুমের বাইরে অনেক সংবাদদাতা উপস্থিত ছিলেন। চিলিন টেলিভিশন কেন্দ্র সরাসরি এক অপারেশন সম্প্রচার করবে। ২৪ বছর বয়সী এক সাধারণ মেয়ে অপারেশনের অপেক্ষায় আছে। এক অপারেশন কেন এত আকর্ষণীয়? এর উত্তর জানতে চাইলে ২২ সেপ্টেম্বর কন্যা জায়া জননী আসরটি শুনতে ভুলবেন না।

 পু ই জাতি চীনের ৫৫টি সংখ্যালঘু জাতির অন্যতম। জনসংখ্যা ২৬ লাখ। তাদের অর্ধেকেরও বেশি ভাগ দক্ষিণ-পশ্চিম চীনের কুই চৌ প্রদেশে বাস করেন। ২৩ সেপ্টেম্বর শনিবার ওরা অনন্য আসরে থান ইয়াও খাং পু ই জাতি অধ্যুষিত পল্লীগ্রাম --চাঁদ পাড়াগাঁ সম্পর্কে আপনাদের কিছু বলবেন। এই পল্লীগ্রাম পু ই জাতির ঐতিহ্যিক সংস্কৃতি নিখুঁতভাবে সংরক্ষিত আছে বলে চীনের পু ই জাতির প্রথম পাড়া গাঁ বলে অভিহিত করা হয়।

 তা ছাড়া প্রতি দিনে আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠানগুলো। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠান শুনার জন্য আগে থেকে সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।