|
|
(GMT+08:00)
2006-09-17 20:33:42
|
ইসরাইল-লেবানন সংঘর্ষে দায়িত্বের জন্যে বিশেষ কমিশনের প্রতিষ্ঠা
cri
ইসরাইল-লেবান সংর্ঘষে সরকার এবং সামরিক পক্ষের দায়িত্ব তদন্ত করার জন্যে ১৭ সেপ্টেম্বর ইসরাইলের ক্যাবিনেট একটি বিশেষ তদন্ত কমিশন গড়ে তুলতে অনুমোদন দিয়েছে। একটি খবরে বলা হয়েছে, এই তদন্ত কমিশন ইসরাইল-লেবানন সংঘর্ষে সরকার এবং সামরিক কর্মকর্তাদের সিদ্ধান্ত পরীক্ষা ও মূল্যায়ন করবে। তার প্রাসঙ্গিক কর্মকর্তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা এই তদন্ত কমিশনের নেই।গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে ইসরাইল আর হিজবুল্লাহ মিলিশিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ একটানা ৩৪ দিন চলে। এই সংঘর্ষে ইসরাইল সরকার ও সামরিক কর্মকর্তার ভূল সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সুতরাং এই সংঘর্ষে সরকার ও সেনাবাহিনী যে সিদ্ধান্ত নিয়েছে তার উপর তদন্ত করার তীব্র দাবী জানানো হয়।
|
|
|