চীনে 'ভঙ্গুরস্বাস্থ্য' লোক সংখ্যার অনুপাত শতকরা ৭০ ভাগ দাঁড়িয়েছে
cri
চীনের চিকিত্সা বিদ্যা বিশেষজ্ঞরাবলেছেন, বর্তমানে চীনে ' ভঙ্গুরস্বাস্থ্য' লোক সংখ্যার অনুপাত ৭০ শতাংশে দাঁড়িয়েছে। গত অর্ধ শতাব্দীর গবেষণার ফলাফল অনুসারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যকে এভাবে ব্যাখ্যা করেছে যে, মানুষের শারীরিক অবস্থা বলতে শুধু যে স্বাস্থ্যবান তাই নয়, অক্ষত শারীরিক, মানুষিক অবস্থা থাকতেও হবে। বিশেষজ্ঞরা ব্যাখ্যা করে বলেছেন, পৃথিবীতে কেবল শতকরা ১৫ ভাগ লোকের স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিধার্রিত মানদন্ডের সঙ্গে মিলে । শতকরা ১৫ ভাগ লোক অসুস্থ্য অবস্থায় রয়েছে, বাকী শতকরা ৭০ ভাগ লোক ' ভঙ্গুরস্বাস্থ্য' অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ' ভঙ্গুরস্বাস্থ্য' অবস্থা নানা ধরনের । প্রায় প্রত্যেক ব্যাধিতে প্রাসঙ্গিক ভঙ্গুরস্বাস্থ্যের লক্ষণ দেখা দেয়।
|
|