 ১৬ সেপ্টেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ও ভারতের প্রধানমন্ত্রী মানমোহন সিং হাভানায় বলেছেন, দু'পক্ষের মতৈক্য হয়েছে যে, দু'দেশের সংলাপ প্রক্রিয়া জোরদার করা হবে।
জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণকারী মুশাররফ ও মনমোহন সিং বৈঠকের পর যৌথ বিবৃতিতে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে কাশ্মির সমস্যাসহ সব বিতকির্ত সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন। দু'দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নয়া দিল্লীতে শিঘ্রই শুরু হবে। বিবৃতিতে আরো বলা হয়, মনমোহন সিং মুশারাফের জানানো পাকিস্তান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
তাছাড়া, বিবৃতিতে দু'পক্ষ মুম্বাইতে সংঘটিত সন্ত্রাসী বিস্ফোরণের নিন্দা জানিয়েছে এবং যৌথ সন্ত্রাসী দমন ব্যবস্থা প্রতিষ্ঠায় মতৈক্য হয়েছে।
|