 চীনের সিংহুয়া বার্তা সংস্থার ১৭ সেপ্টেম্বরের একটি খবরে বলা হয়েছে , চীনে এখন জাল কপি প্রতিরোধ অভিযান চলছে । সিডি , ভিসিডি ও সফ্টওয়ারের আসল কপির বৈধ স্বার্থ রক্ষার জন্য গত দুই মাসে সংশ্লিষ্ট বিভাগ ইতোমধ্যে ১৯টি প্রদেশ ও মহানগরে ৩৬০টি সিডি ভিসিডি ও কম্পিউটার দোকানের লাইসেন্স বাতিল করেছে ।

এ বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে চীনের জাল কপি বিরোধী অভিযান শুরু হয় । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , জুলাই ও আগষ্ট মাসে চীনের বিভিন্ন জায়গার তিন কোটি ১১ লাখ জাল সিডি ,ভিসিডি ও সফ্টওয়ার আটক করা হয় ।
চীনের প্রেস ও প্রকাশনা প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন , চীন মেধাস্বত্ব রক্ষার কাজ জোরদার করছে । এ বছর জাল কপি প্রতিরোধের তিনটি অভিযান চালানো হয়েছে ।
|