|
|
(GMT+08:00)
2006-09-16 21:24:02
|
ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে মধ্য-প্রাচ্য সমস্যা সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত
cri
১৫ সেপ্টেম্বর ব্রাসেল্সে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্র মন্ত্রীদেরসম্মেলনে মধ্য-প্রাচ্য সমস্যা নিয়ে ধারাবাহিক প্রস্তাব অনুমোদিত হয়েছে। ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতি প্রসঙ্গে প্রস্তাবগুলোতে যুক্ত সরকার গঠনে ফিলিস্তিন যে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে তা স্বীকার করা হয়েছে। তা ছাড়া, ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আবাস ও ইসরাইলের প্রধান মন্ত্রী ওলমেরটের মধ্যে কিছু দিন পর আবার শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে বলে প্রস্তাবগুলোতে স্বাগত জানানো হয়েছে। প্রস্তাবগুলোতে জোর দিয়ে বলা হয়েছে, কেবল আলোচনার মাধ্যমে ফিলিস্তিনের চূড়ান্ত অবস্থান সম্বন্ধে সার্বিক ব্যবস্থা নেয়া হলে মধ্য-প্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বাস্তবায়িত হতে পারে। লেবানন-ইসরাইল পরিস্থিতি প্রসঙ্গে প্রস্তাবগুলোতে লেবাননে জাতি সংঘের সুষ্ঠু শান্তিরক্ষী কার্যকলাপে সন্তোষা প্রকাশ করা হয়েছে ।
|
|
|