|
 |
(GMT+08:00)
2006-09-16 21:00:59
|
পাকিস্তানের প্রধান মন্ত্রী আজিজের সঙ্গে উয়েন চিয়া পাওয়ের বৈঠক(ছবি)
cri
তাছিকিস্তানে আন্তর্জাতিক সম্মেলনে অংশ গ্রহণকারী চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও ১৫ সেপ্টেম্বর দুশানবে পাকিস্তানের প্রধান মন্ত্রীশওকত আজিজের সঙ্গে সাক্ষাত করেছেন। দুই প্রধান মন্ত্রী দু'দেশের সম্র্পকের উন্নয়নের বিষয়াদি নিয়ে মত বিনিময় করেছেন। সাক্ষাত্কালে দু'পক্ষ যত তাড়াতিড়ি সম্ভব পাক-চীন অবাধ বাণিজ্য অঞ্চলের চুক্তি স্বাক্ষর করার ইচ্ছা প্রকাশ করেছে। ওয়েন চিয়া পাও বলেছেন, চীন পাকিস্তানের সঙ্গে জ্বালাণীসম্পদ নিয়ে সহযোগিতা চালাতে প্রস্তুত। আজিজ বলেছেন, পাকিস্তান চীনের সঙ্গে স্বানালীসম্পদ ক্ষেত্রে সহযোগিতা চালাতে আশাবাদী। তা ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে পাকিস্তান চীনের সঙ্গে আদান-প্রদান করতে ইচ্ছুক।
|
|
|