১৬ সেপ্টেম্বর চীনের অর্থমন্ত্রী চিন রেন ছিং সিংগাপুরে বলেছেন , এশিয় অঞ্চল তথা গোটা পৃথিবীর অর্থনীতির সুষ্ঠু বিকাশ তরান্বিত করার জন্য শিল্পোন্নত দেশগুলোকে সক্রিয় ও কার্যকর নীতি প্রণয়ন করতে হবে। অর্থমন্ত্রী চিন রেন ছিং সিংগাপুরে আন্তর্জাতিক অর্থ তহবিলের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন । সাতটি পশ্চিমা দেশ এবং চীন , সিংগাপুর ও থাইল্যান্ডের অর্থমন্ত্রীদের এক সভায় তিনি এ কথা বলেছেন । তিনি তার ভাষণে চীনের একাদশ পঞ্চ বার্ষিকপরিকল্পনায় অভ্যন্তরীন চাহিদা বাড়ানোর কথা উল্লেখ করে বলেছেন , দেশের অভ্যন্তরীন চাহিদাকে প্রাধান্য দেয়া চীনের অর্থনৈতিক উন্নয়নের একটি দীর্ঘকালীন সিদ্ধান্ত ।
তিনি আরো বলেছেন , চীনের নাগরিকরা বিনিয়োগের পরিবর্তে উদ্বৃত্ত অর্থ ব্যাংকে রাখেন । অর্থনীতির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে বিনিয়োগ ও পন্য ভোগ্যের সমন্বয় করতে হবে । অর্থনীতির গঠন আরো যুক্তিযুক্ত করতে হবে এবং অর্থনীতির টেকসই উন্নয়ন তরান্বিত করতে হবে । সভায় অর্থমন্ত্রীরা মত প্রকাশকরেন , এশিয় অঞ্চলে বিনিয়োগ ও ভোগের উপযুক্ত অনুপাত বজায় রাখা ও নাগরিকদের ব্যাংকের আমানত বিনিয়োগে রুপান্তরিত করা এশিয় অর্থনীতির স্থিতিশীল প্রসার এবং বিশ্ব অর্থনীতির ভারসাম্যমূলক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
|