যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকার ১৫ সেপ্টেম্বরের খবরে বলা হয়েছে , যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য থমাস পিটার লেন্টস ১৪ সেপ্টেম্বর প্রতিনিধি পরিষদের আন্তর্জাতিক সম্পর্ক কমিটি আয়োজিত ' জাপান ও প্রতিবেশী দেশের সম্পর্ক' নামে একটি শুনানীতে বলেছেন , জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুকুনি সমাধিতে যে শ্রদ্ধা নিবেদন করেছেন, তা' শুধু উত্তর-পূর্ব এশিয় দেশগুলোর জনগণের ভাবানুভূতিকে ক্ষুন্ন করেছে তাই নয় , বরং আঞ্চলিক পরিস্থিতি আরো উত্তেজিত করেছে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ হানি করেছে । কাজেই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রীকে এই ধরনের আচরণ বন্ধ করতে হবে ।
লেন্টস আরো বলেছেন , জাপানের নেতারা ইতিহাস সম্বন্ধে সঠিক মনোভাব পোষন করতে পারেন না । বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধে জাপানের ১৪জন প্রথম শ্রেণীর যুদ্ধাপরাধীর স্মৃতিফলক সম্বোলিত ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা তর্পন করা দ্বিতীয় মহাযুদ্ধের হোতাদের কবরে পুষ্পস্তবক অর্পনের সামিল ।
লেন্টস বলেছেন , জাপান সরকার তাদের পাঠ্যবইতে চীনের নানচিং হত্যাযজ্ঞ অস্বীকার করেছে এবং সাফাই করে বলেছে যে এশিয়ার দেশগুলোকে রক্ষার জন্য এ যুদ্ধ বাধিয়েছিল । এই ধরনের আচরণ চীন ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার দেশগুলোর অনুভূতিকে আহত করেছে ।
|