চীনের পিপল্স ডেইলী পত্রিকার ১৬ সেপ্টেম্বরের একটি খবরে বলা হয়েছে , চীনের রাষ্ট্রীয় পরিষদের পশ্চিম চীন উন্নয়ন অফিসের একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৫ সালে পশ্চিম চীনের মোট উত্পাদন মূল্য দাড়িয়েছিল ৩.৩৩ ট্রিলিয়ন ইউয়ান , এটা ২০০০ সালের চেয়ে দ্বিগুন ।
পশ্চাত্পদ অবকাঠামো পশ্চিম চীনের অনুন্নত অবস্থার একটি গুরুত্বপূর্ণ কারণ । গত ছয় বছরে চীন সরকার পশ্চিম চীনের অবকাঠামো ক্ষেত্রে অর্থবরাদ্দ বাড়িয়েছে । এই ছয় বছরে সরকার মোট এক ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে । পশ্চিম চীনে মোট৭০ টি অবকাঠামো প্রকল্প চালু হয়েছে ।
|