চীন আগামী বছরের ১লা জুলাইয়ের মধ্যে পুরোপুরিভাবে ওজোন স্তরের সাবস্ট্যান্সেস কমানো দুটো প্রধান পদার্থ- ক্রোরিনেটেড হাইড্রোকার্বন ও হালুন পরিত্যাগ করবে ।
১৬ সেপ্টেম্বর দ্বাদশ আন্তর্জাতিক ওজোন দিবস । ১৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব চীনের ছাং ছুন শহরে এ উপলক্ষে অনুষ্ঠিত একটি অধিবেশনে চীন এ কথা ঘোষণা করেছে ।
জানা গেছে , ১৯৯১ সালে ওজোন স্তরের সাবস্ট্যান্সেস কমানো সংক্রান্ত মন্ট্রিল প্রটোকলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে চীন সরকার ধাপে ধাপে ওজোন স্তরের সাবস্ট্যান্সেস কমানো পর্দাথ পরিত্যাগ সংক্রান্ত আইনবিধি প্রণয়ন করেছে এবং প্রটোকল অনুসারে এই দুটো পর্দাথের পরিবর্তে অন্য ব্যবহার্য দ্রব্য তৈরীর কাজ দ্রুততর করেছে । প্রটোকল অনুযায়ী , চীনের ২০১০ সালের ১লা জানুয়ারী থেকে ক্রোরিনেটেড হাইড্রোকার্বন ও হালুনের তৈরী ও ব্যবহার পুরোপুরি বন্ধ করার কথা ।
|