১৫ সেপ্টেম্বর চীনের অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , চীনের হুনান , ফু চিয়ান , কুয়াং তুং , কুয়াং শি , সি ছুয়ান প্রভৃতি অঞ্চলে দুর্যোগ কবলিতদের ত্রাণ সাহায্য এবং দুর্যোগোত্তর পুনর্গঠন কাজ চালানোর জন্য চীনের কেন্দ্রীয় সরকার এবছর ৭.১ বিলিয়ন ইউয়ান অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে ।
খবরে প্রকাশ , বর্তমানে বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকায় দুর্গতদের পুনর্বাসন ও বিধ্বস্ত বাড়িঘরের পুনর্গঠনের কাজ চালানো হচ্ছে । চীনের বেসামরিক মন্ত্রণালয় বলেছে , শীতকালে দুর্গতদের পুনর্বাসন ব্যবস্থা করা উচিত । দুর্গতদের সাহায্য করার জন্য এবছরের নভেম্বর একটি চাঁদা তোলার অভিযান চালানো হবে ।
এবছর চীনের বেশ কয়েকটি অঞ্চল গুরুতরভাবে দুর্যোগ কবলিত হয় । বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে ২ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে । এতে সরাসরি অর্থনৈতিক ক্ষতি ১৯০ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে ।
|