চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৫ সেপ্টেম্বর তাজিকিস্তানের রাজধানী দুসানবে অনুষ্ঠিত শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর প্রধানমন্ত্রীদের পঞ্চম অধিবেশনে বক্তৃতা দিয়েছেন । তিনি বিভিন্ন দেশকে সহযোগিতা জোরদার করা এবং উগ্রবাদ , বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদ দমন করার আহবান জানিয়েছেন । তিনি বলেছেন , মধ্য এশিয়ার দীর্ঘস্থায়ী শৃংখলা ও নিরাপত্তা নিশ্চিত করা এই সংস্থার প্রধান কর্তব্য ।
ওয়েন চিয়া পাও বলেছেন , বিভিন্ন দেশের উচিত নীতি প্রণয়ন , অর্থ ও তথ্য পরিসেবার দিক থেকে প্রয়োজনীয় শর্ত সৃষ্টি করা , যাতে অর্থনৈতিক সহযোগিতায় আরো বেশি সুফল পাওয়া যায় ।
তিনি বলেছেন , চীন সংস্থার কাঠামোতে অর্থনৈতিক সহযোগিতা প্রকল্পের চাহিদা অনুসারে অব্যাহতভাবে অর্থ বরাদ্দ করবে এবং প্রয়োজনীয় ঋণ দেবে ।
|