এবছরের প্রথম আট মাসে চীনের প্রযুক্তিগত আমদানী মূল্য অনেক বেড়েছে । এই সময়ে চীন মোট ১৬.৪২ বিলিয়ন মার্কিন ডলার প্রযুক্তিগত আমদানী চুক্তি স্বাক্ষর করেছে। গতবছরের অনুরুপ সময়ের তুলনায় ৫৫ শতাংশ বেড়েছে।
সংবাদদাতা ১৫ সেপ্টেম্বর চীনের বাণিজ্য মন্ত্রণালয়ে এখবর পেয়েছেন।
পরিসংখ্যান থেকে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে এবছরের প্রথম আট মাসে চীনের প্রযুক্তিগত আমদানীর সর্বোচ্চ উত্স। চীনে তাদের সঙ্গে স্বাক্ষরিত প্রযুক্তিগত আমদানীর চুক্তি পূর্ণাংগ মূল্যের মধ্যে ৪০ শতাংশ বেশি হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় হচ্ছে জাপান এবং যুক্তরাষ্ট্র। আরো জানা গেছে, রেলপথ শিল্প হচ্ছে চীনের প্রযুক্তিগত আমদানী প্রবৃদ্ধির সবচেয়ে দ্রুত খাত।
|