সেনেগালের প্রেসিডেন্ট আব্দুলায়ে ওয়াদ ১৪ সেপ্টেম্বর রাজধানী ডাকারে বলেছেন, দারফুর অঞ্চলের শান্তি অন্বেষনের জন্য জাতিসংঘের এই অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ব্যাপারে সুদান সরকারের অবস্থান বিবেচনা করা উচিত।
একই দিনে ওয়াদ ডাকারে সুদানের প্রেসিডেন্ট ওমার এল-বাশারের সঙ্গে সাক্ষাত্ করেছেন। বাশার ১৪তম জোটনিরপেক্ষ আন্দোলন সংক্রান্ত শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য হাভানায় যাওয়ার পথে ডাকারে স্বল্পকালীণ সফর করেছেন।
সাক্ষাতের পর ওয়াদ তথ্য মাধ্যমকে বলেছেন, এই মাসের ৩০ তারিখের পর আফ্রিকান ইউনিয়ানের দারফুরে শান্তিরক্ষা কর্তব্য পালনের জন্য যথাযথ জনশক্তি এবং অর্থ না থাকায় সেনেগালসহ আফ্রিকান দেশগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে দারফুরে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে রাজি হয়েছে। কিন্তু তিনি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দারফুর অঞ্চলে প্রবেশের পর সুদান বাহিনীর সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।
বাশার পুনরায় ঘোষণা করেছেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দারফুর অঞ্চলে গিয়ে আফ্রিকান ইউনিয়ানের শান্তিরক্ষী বাহিনীর স্থলাভিষিক্ত হওয়ার ব্যাপারে সুদান বিরোধীতা করে।
|