প্রথম "তাইওয়ান প্রণালীর দু'পারের লোক শিল্প তত্ত্ব সেমিনার" ১৫ সেপ্টেম্বর ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। প্রণালীর দু'পার থেকে আসা ৫০ জনেরও বেশি পন্ডিত ও বিশেষজ্ঞ সেমিনারে অংশ নিয়েছেন।
সেমিনারে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা দু'পারের অপেরা, লোক শিল্প, সাহিত্য, নৃত্য ও সংগীত প্রভৃতি নানা বিষয় এবং ফুচিয়ান ও তাইওয়ানের লোক শিল্পের ঐতিহাসিক উত্স এবং এই দুটি অঞ্চলের সাংস্কৃতিক তত্ত্বের গবেষনা ও মত বিনিময়ের অবস্থা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ ও আলোচনা করেছেন।
|