পঞ্চম আন্তর্জাতিক খনিজ উদ্ধার প্রযুক্তি প্রতিযোগিতা ১৪ সেপ্টেম্বর বিকালে চীনের হোনান প্রদেশের পিংদিংশান শহরে অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিযোগিতার প্রসঙ্গ হচ্ছে সহযোগিতা, মত-বিনিময়, উন্নয়ন। চীন, অষ্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, রাশিয়া, পেরু, ইউক্রেন ও ভারতের প্রতিনিধি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের উদ্যোগে আন্তর্জাতিক খনিজ উদ্ধার প্রযুক্তি প্রতিযোগিতাশুরু হয়। এই পর্যন্ত চার বার অনুষ্ঠিত হয়েছে। চীন দু'বার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ২০০৪ সালে চীন পঞ্চম আন্তর্জাতিক খনিজ উদ্ধার প্রযুক্তি প্রতিযোগিতার আয়োজনের সুযোগ পায়।
|