১৪ সেপ্টেম্বর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও দুসানবে পৌঁছে তাঁর তাজিকিস্তান সফর শুরু করেছেন এবং সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের প্রধানমন্ত্রীর পঞ্চম সম্মেলনে অংশগ্রহণ করেছেন । চীন-তাজিকিস্তান কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ১৫ বছরে চীনের প্রধানমন্ত্রী এই প্রথম দেশটি সফর করছেন ।
বিমানবন্দরে ওয়েন চিয়া পাও এক লিখিত ভাষণে চীন-তাজিকিস্তান সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব প্রদান করেছেন । তিনি তাজিকিস্তানের প্রেসিডেন্ট , প্রধানমন্ত্রী প্রমুখ নেতাদের সঙ্গে দু'দেশের ঐতিহ্যিক মৈত্রী , দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করা , বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সমস্যা নিয়ে মত বিনিময় করতে ইচ্ছুক ।
জার্মানী সফর শেষে ওয়েন চিয়া পাও দুসানবে পৌঁছেছেন । জার্মানী সফরকালে ওয়েন চিয়া পাও চীন-ইউরোপ ফোরামে অংশগ্রহণ করেছেন । ১৪ সেপ্টেম্বর জার্মানী প্রেসিডেন্ট কোহলের ও চ্যান্সেলর অ্যাঞ্জলা মার্কেলের সঙ্গে বৈঠক করেছেন ।
|