১৪ সেপ্টেম্বর জাতিসংঘের কূটনৈতিক মহল বলেছেন, এ দিন সকালে নিরাপত্তা পরিষদে জাতিসংঘের মহাসচিব প্রার্থী নিয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দফা ভোটে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন বর্তমানে ৫জন প্রার্থীদের মধ্যে প্রথম স্থানে অবস্থানে রয়েছেন।
এর আগে নিরাপত্তা পরিষদ ভোটের ফল বলেনি। ভোট দেয়ার পরও ফল প্রকাশ করেনি। কিন্তু ওয়াকিবহাল মহল বলেছেন, ৫জন প্রার্থীর ভোট পাওয়ার প্রবনতায় জুলাই মাসের শেষ দিকের অবস্থাই বজায় রেখেছে। বান কি মুন ও জাতিসংঘের উপ-মহাসচিব ভারতীয় শাশি থারুর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ।
|