জাতিসংঘ শান্তি রক্ষা তত্পরতায় অংশ নেয়া ফ্রান্স ও স্পেনের বাহিনী ১৪ সেপ্টেম্বর যথাক্রমে লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননের টায়ার শহরে পৌঁছেছে।
১৯৯ জন ফ্রান্সের সৈন্য বৈরুতে পৌঁছার পর বাসে করে দক্ষিণ লেবাননে গিয়ে সীমান্তবর্তী নগরে শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেয়। জানা গেছে, শান্তি রক্ষী তত্পরতায় অংশ নেয়া ফ্রান্সের প্রথম ব্যাটালিয়নের ৯শ সৈন্য সব পৌঁছেছে। ধারনা করা হচ্ছে, ফ্রান্সের অন্য একটি ব্যাটালিয়নের সৈন্য অক্টোবর মাস পৌঁছবে।
একই সময়ে স্পেনের একটি পর্যবেক্ষণ বাহিনী সামরিক জাহাজে করে টায়ারে পৌঁছেছে। তারা শহরে জরীপ কাজ চালিয়েছে। ১৫ সেপ্টেম্বর স্পেনের শান্তি রক্ষী বাহিনী টায়ার ও নাকুরে পৌঁছানোর জন্য প্রস্তুত রয়েছে।
|