গ্রামে বাধ্যতামূলক শিক্ষার ব্যয় ব্যবহারের অবস্থা প্রকাশ্য ও স্বচ্ছ করে তোলার জন্যে হোপেই প্রদেশ সম্প্রতি বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে এ ব্যয়ের বাস্তবতা ও পুঁজিবিনিয়োগের অবস্থা একই স্তরের পর্যায়ের গণকংগ্রেসের কাছে প্রতিবেদন দাখিলের অনুরোধ জানিয়েছে।
হোপেই প্রদেশের স্থায়ী সহকারী কু গ্যাংমাও বলেছেন, বর্তমানে হোপেই সরকার গ্রামে বাধ্যতামূলক শিক্ষার ব্যয় নিশ্চিত করার ব্যবস্থাপনা সম্পর্কিত সংস্কারের প্রকল্প প্রণয়নের প্রস্তাব দিয়েছে। প্রকল্প সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রকাশিত হবে বলে অনুমান করা হচ্ছে।
**চিকিত্সা শর্ত উন্নয়নে শানসি প্রদেশের পুঁজিবিনিয়োগ
শানসি প্রদেশের গ্রামের স্বাস্থ্য বিষয়ক টিভি ও টেলিফোন সম্মেলনের সূত্রে জানা গেছে, নতুন গ্রামের নির্মাণের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে শানসি প্রদেশের সরকার আগামী তিন বছরে ১৫০ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে, যাতে দুর্বল চিকিত্সা শর্ত পরিবর্তন করা যায়।
**হোফেই শহরে: গ্রাম থেকে আসা শ্রমিকদের ছেলেমেয়ের লেখাপড়ায় ট্রেড ইউনিয়নের সাহায্য পান
লেখাপড়ার ক্ষেত্রে সারা শহরের দরিদ্র শ্রমিক ও কর্মচারীদের ছেলেমেয়েদের উদ্দেশ্যে হোফেই শহরের সাধারণ ট্রেড ইউনিয়নের সাহায্য দেয়ার তত্পরতায় প্রথমবারের মতো গ্রাম থেকে আসা শ্রমিকদের ছেলেমেয়েদেরকে সাহায্য দেয়ার বিষয়টি অন্তর্ভূক্ত হয়েছে। গ্রাম থেকে আসা সারা শহরের ৩০০ জন শ্রমিকের ছেলেমেয়েরা এই সাহায্য পাবেন।
**ছোংছিং শহরে আগামী পাঁচ বছরের মধ্যে গ্রামের রাস্তা মেরামত ও নির্মাণ করতে ১৭.২ বিলিয়ন ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে
এ বছরে গ্রীষ্মকালের পর ছোংছিং শহরে ৫০ বছরের মধ্যে খুবই বিরল গুরুতর খরার শিকার হয়েছে। অনেক গ্রামে পরিবহণ ব্যবস্থা খুব পশ্চাত্পদ। তাই সরকার শুধু অশ্বারোহী বাহিনীর মাধ্যমে দুর্গতদেরকে পানি পাঠায়। খারাপ পরিবহণ খরা প্রতিরোধ করার তত্পরতায় বাধার সৃষ্টি করছে। তাই ছোংছিং শহরের মেয়র ওয়াং হোংচুই সম্প্রতি বলেছেন, ছোংছিং আগামী পাঁচ বছরের মধ্যে গ্রামের রাস্তা প্রতিষ্ঠার জন্যে ১৭.২ বিলিয়ন ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে।
|