চীনে ইয়াংশি নদীর তিন গিরিখাত প্রকল্পের জলাধারে পানির উচ্চতা ১৫৬ মিটারে দাঁড়াবে । মধ্য চীনের হুনান প্রদেশের ই ছাং শহরে তিন গিরিখাতের বিরল উদ্ভিদ সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি ভান্ডার নির্মিত হয়েছে । ফলে তিন গিরিখাতের বিরল উদ্ভিদ সংরক্ষিত হবে ।
খবরে প্রকাশ , উদ্ভিদ সম্পদ সংরক্ষণ ভান্ডারে তিন গিরিখাতের জলাধার এলাকার বিরল উদ্ভিদের বংশ বিস্তার বিষয়ক তথ্যবলী সংরক্ষিত থাকবে । তিন গিরিখাতের বিরল উদ্ভিদ নিধনের কবল থেকে রেহাই পাওয়ার লক্ষে প্রয়োজন হলে এই ভান্ডারের ওপর নির্ভর করে বংশ বিস্তার করা যাবে ।
তিন গিরিখাত জলাধার এলাকা মধ্য এশিয়ার গ্রীষ্মমন্ডলের উত্তরাংশে অবস্থিত । এই জলাধার এলাকায় ছ'হাজার জাতেরও বেশি উদ্ভিদ আছে । এর মধ্যে বিরল উদ্ভিদের সংখ্যা ৪৭ । তিন গিরিখাত জলাধার চালু হওয়ার পর বহু উদ্ভিদ সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে ।
|