চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৪ সেপ্টেম্বর এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন , কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠক আবারও শুরু করার জন্য চীন উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংলাপ এবং পরস্পরের মত বিনিময় উত্সাহ দিচ্ছে ।
তিনি পুনরায় ঘোষণা করেছেন যে , চীন মনে করে যে , বৈঠক ও পরামর্শ শান্তিপূর্ণ উপায়ে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের একমাত্র পন্থা । ছ'পক্ষীয় বৈঠক এই সমস্যা সমাধানের একটি বাস্তব ও কার্যকর পথ । সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিরোধ ও মতভেদ বিদ্যমান বলে বর্তমানে বৈঠক অচলাবস্থায় পড়েছে । চীন সংশ্লিষ্ট পক্ষকে যথাশীঘ্র সংশ্লিষ্ট সমস্যা মীমাংসা করে বৈঠক আবার শুরু করে ইতিবাচক শর্ত সৃষ্টি করার আহবান জানিয়েছে ।
তিনি জোর দিয়ে বলেছেন , চীন-উত্তর কোরিয়া সম্পর্ক উন্নয়ন করার উদ্দেশ্য দু'দেশের সহযোগিতা জোরদার করা এবং কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ।
|