চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান কু সিয়াউ লিয়ান ১৪ সেপ্টেম্বর বলেছেন, প্রতিবন্ধী শিশুদের পুনরুদ্ধার ও উদ্ধার কাজ ভালভাবে করার জন্য চীন অর্থ বরাদ্দ বাড়িয়ে দেবে।
একই দিনে পেইচিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রতিবন্ধী শিশুদের পুনরুদ্ধার কাজ ত্বরান্বিত করার ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। সভায় কু সিয়াউ লিয়ান বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে প্রতিবন্ধী শিশুদের পুনরুদ্ধার কাজকে আর্থ-সামাজিক উন্নয়নের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা, প্রতিবন্ধী শিশুদের পুনরুদ্ধার প্রক্রিয়ায় বাস্তব সমস্যা সমাধান করা, প্রতিবন্ধী শিশুদের পুনরুদ্ধার সংক্রান্ত দীর্ঘকালীণ ফলপ্রসূ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সংশ্লিষ্ট আইন প্রণয়ন এবং সংশোধন করা, সংশ্লিষ্ট নিয়মকানুন স্বয়সম্পূর্ণ করা, সামাজিক শক্তি প্রতিবন্ধী শিশুদের সাহায্যদানের উত্সাহ দেয়ার আদেশ দিয়েছেন।
এর আগে, চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও প্রতিবন্ধী শিশুদের চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, পরবর্তী কয়েক বছরের মধ্যে চীন মোটামুটি প্রতিবন্ধী শিশু এবং কিশোরকিশোরীদের বাধ্যতামূলক শিক্ষা সম্প্রসারণ করবে। তিনি অঙ্গিকার করেছেন, আরো বেশি পুনরুদ্ধার কেন্দ্র প্রতিষ্ঠিত হবে।
|