১৩ সেপ্টেম্বর কাজাখস্থানের রাজধানী আসতানায় অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব ও ঐতিহ্যিক ধর্মের নেতা সম্মেলনে সকল সন্ত্রাসবাদের বিরোধী করা এবং ধর্ম ও সংস্কৃতির মধ্যে ইতিবাচক সংলাপ চালানোর আহ্বান জানানো হয়েছে।
চীনের প্রতিনিধি দলের পরিচালক, চীনের বৌদ্ধ ধর্ম পরিষদের উপপরিচালক জামইয়াং লোসাংজিমে টুবতাইনছোইয়ি নিমা বলেছেন, ঘোষণায় সংস্কৃতি ও ধর্মের পারস্পরিক সমঝোতা জোরদার করা এবং সংঘর্ষ বিরোধী করার প্রস্তাব দেয়া হয়েছে।
চীনের তাও ধর্ম পরিষদের উপপরিচালক তিং ছাং ইয়ুন মনে করেন, বিভিন্ন ধর্মের উচিত জনগণের অভিন্ন কল্যাণ থেকে ব্যাপক ও গভীর মত বিনিময় ও সংলাপ করা।
মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, বিভিন্ন ধর্মের সংস্থা ও নেতাদের স্বদেশের ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।
|