চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৪ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন সুদানের দারফুর অঞ্চলের শান্তি প্রক্রিয়া সমর্থন করে। দারফুর অঞ্চলের পরিস্থিতি প্রশমনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ সমর্থন করে।
তিনি বলেছেন, দারফুর অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ব্যাপারে চীনের কিছু দেশের সঙ্গে মতভেদ আছে। চীন দারফুর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা আরো ভালভাবে রক্ষা ও ত্বরান্বিত করা এবং সুদানের পুনর্মিলন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য এই সমস্যাটি বিবেচনা করে। এ ক্ষেত্রে চীনের কোন স্বার্থ নেই।
ছিন কাং বলেছেন, চীন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মতভেদ নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে। চীন আগের মতো ভবিষ্যতেও দারফুর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক অবদান রাখবে।
|