চীনের গণ কল্যাণ দফতর ১৪ সেপ্টেম্বর ঘোষণা করেছে, শীতকালের আগেই দুর্গতদের বসতবাড়ি সমস্যা অবশ্যই নিষ্পত্তি হবে।
বন্যা ও ভূমিকম্প দুর্গত এলাকার গণ বসতবাড়ির পুনর্বাসনের জন্য একই দিনে গণ কল্যাণ দফতর আরেকবার ফুচিয়ান, চেনচিয়াং, চিয়াংশি, চিলিন, ইয়ুনান এবং ছিংহাই এই ছয়টি প্রদেশকে ১৩.৭ কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ করেছে।
এই বছরে চীন গুরুতর প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ দুর্গত অঞ্চলে ৩০০ কোটিরও বেশি রেনমিনপি উদ্ধার অর্থ দিয়েছে। নভেম্বর মাসে গণ কল্যাণ দফতর সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে মিলে দুর্গত জনসাধারণদের জন্য একবার সামাজিক চাঁদা সংগ্রহ অভিযান চালাবে।
|