চীনের ঋণ-পত্র তত্ত্বাবধান ও পরিচালনা কমিটির চেয়ারম্যান শাং ফু লিন ১৪ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন অব্যাহতবাবে অর্থ বাজারে বিদেশের কাছে উন্মুক্ত হবে।
আন্তর্জাতিক অর্থ ফোরামের তৃতীয় বার্ষিক সম্মেলনে শাং ফু লিন বলেছেন, ভবিষ্যতে চীন গ্রহণযোগ্যতার ভিত্তিতে অর্থ বাজারের উন্মুক্ততা আরো ত্বরান্বিত করবে, পরিপক্ক বাজারের অভিজ্ঞতা শিখবে, উপযুক্তভাবে বিদেশী পুঁজি প্রয়োগ করবে এবং চীনের অর্থ বাজারের কাঠামোর ভারসাম্যহীনতা সমস্যা নিষ্পত্তি করবে। তা ছাড়া দেশি-বিদেশি পুঁজি বিনিয়োজিত ঋণ-পত্র বিষয়ক সংস্থাগুলো সমান সুযোগ-সুবিধা ও রীতিনীতির পরিবেশে সহযোগিতা ও চ্যালেঞ্জ করা এবং পারস্পরিক উপকারিতা ও সকলের জয়লাভ বাস্তবায়নে উত্সাহ দেবে।
|