আন্তর্জাতিক অর্থ তহবিল ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে "বিশ্ব অর্থনৈতিক প্রত্যাশা" নামে রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে অনুমান করা হয়েছে , ২০০৬ এবং ২০০৭ সাল চীনের অর্থনীতি অব্যাহতভাবে প্রবল প্রবৃদ্ধির প্রবণতা বজায় থাকবে। এশিয়ার অন্যান্য অঞ্চলের অর্থনীতিও এর জন্য অনুকূল হবে।
রিপোর্টে বলা হয়েছে, পুঁজি বিনিয়োগের বৃদ্ধির হার এবং নিট রপ্তানী পরিমাণ বাড়ানোর সঙ্গে সঙ্গে এ বছরের দ্বিতীয় কোয়ার্টারেচীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১১.৩ শতাংশ হবে। অনুমান অনুযায়ী, চলতি ও আগামী দু'বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার উভয় ১০ শতাংশ হবে।
রিপোর্টে আরো বলা হয়েছে, এশিয় নতুন সমৃদ্ধ বাজারের অর্থনৈতিক প্রবৃদ্ধি চীন ও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির আনুকূল্য পেয়েছে। বিশেষ করে , চীনের অর্থনীতি বর্তমান প্রবৃদ্ধির হার বজায় রাখতে পারলে তার অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি অনুমানের চেয়েও বেশি হতে পারে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্রুত পদক্ষেপ এশিয়ার অন্যান্য অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত করবে।
|