১৪ সেপ্টেম্বর এক সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৫ সালে চীনের বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা খরচ দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে । সারা চীনের বিজ্ঞান গবেষণার মোট খরচ ২৪৫ বিলিয়ন ইউয়ান দাঁড়িয়েছে, যা এর আগের বছরের অনুরূপ সময়ের চেয়ে ২৫% বেশি ।
চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রণালয় এবং অর্থমন্ত্রণালয়ের উদ্যোগে প্রকাশিত এ পরিসংখ্যানে বলা হয়েছে, সকল বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা খরচ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের খরচের মোট পরিমাণের ৭০% দাঁড়িয়েছে । এর মাধ্যমে চীনের শিল্পপ্রতিষ্ঠানের সৃজনশীলতার অব্যাহত উন্নয়ন প্রতিফলিত হয়েছে ।
তা ছাড়া, ইস্তাহারে আরো বলা হয়েছে, গত বছরে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা খরচ চীনের জি.ডি.পি'র ১.৩৪% দাঁড়িয়েছে । শিল্পপ্রতিষ্ঠানের সৃজনশীলতা উত্সাহ দেয়ার জন্যে ২০১০ সালে এ খরচ চীনের জি.ডি.পি'র ২% দাঁড়াবে বলে নির্ধারিত হয়েছে ।
|