১৪ সেপ্টেম্বর পিপল ডেইলির খবরে জানা গেছে, এ বছর চীন গুরুতরভাবে প্রাকৃতিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে । এ পর্যন্ত চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ দুর্যোগ কবলিত এলাকায় প্রায় ৩.১ বিলিয়ন ইউয়ান ত্রাণ বিতরন করেছে , যাতে দুর্যোগকবলিত প্রদেশের ত্রাণ ও পুনর্গঠনকাজে সাহায্য করা যায় ।
চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি লিকুও পেইচিংয়ে বলেছেন, ১৯৯৮ সালের পর এ বছর চীন সবচেয়ে গুরুতর দুর্যোগের সম্মুখীন হয় । ১১ সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্ঘটনায় মোট ২২৯৫ জন নিহত ও ৫৬৪জন নিখোঁজ হয়েছে । দুর্ঘটনায় সরাসরি অর্থনৈতিক ক্ষতি ১.৯ কোটি ইউয়ানেরও বেশি ।
তিনি বলেছেন, বর্তমানে বিভিন্ন প্রদেশের দুর্যোগ ত্রাণকাজ হচ্ছে দুর্যোগকবলিত এলাকার নাগরিকদের জীবনযাত্রার মান পুনরুদ্ধার এবং তাঁদের বাসভবন পুনর্গঠন । কেন্দ্রীয় সরকারের ত্রাণ পুঁজি ছাড়া, বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট পক্ষ নভেম্বর মাসে দুর্যোগ এলাকার লোকদের জন্যে এক সামাজিক ত্রাণ তত্পরতা আয়োজন করবে ।
|