ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সংলাপ ফোরামের প্রথম শীর্ষ সম্মেলন ১৩ সেপ্টেম্বর ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত হয়েছে । তিনটি দেশের প্রেসিডেন্ট সম্মেলনে আর্থ-বাণিজ্যিক, বৈজ্ঞানিক প্রযুক্তি ও রাজনৈতিক ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করার জন্যে চুক্তি স্বাক্ষর করেছেন।
ভারতের প্রেসিডেন্ট আবদুল কালাম, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লালা দা সিলভা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো মভুয়েলওয়া মবেকি এই সম্মেলন শেষ হবার পর যৌথ বিবৃতিতে বলেছেন, ২০০৩ সালের মার্চ মাসে সংলাপ ফোরাম প্রতিষ্ঠিত হবার পর, তিনটি দেশ আন্তর্জাতিক সমস্যায় পারস্পরিক সমন্বয় ত্বরান্বিত এবং পারস্পরিক উপকারিতামুলক সহযোগিতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনটি দেশ অব্যাহতভাবে এই ফোরামের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের সম্পর্ক ও সহযোগিতা জোরদার করবে।
তিনটি দেশ রাজি হয়েছে যে পারমাণবিক শক্তির ব্যবহারে শান্তিপূর্ণভাবে সহযোগিতা করবে। এছাড়া জ্বালানী সহযোগিতার রণনীতি কাঠামোয় জীবানুবাহী জ্বালানী গবেষণা করার জন্যে কর্ম-গ্রুপ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে । যাতে বিকল্প জ্বালানীসম্পদ ব্যবহার করা যায় ।
|