এশিয়ার নিরীক্ষা সংগঠনের তৃতীয় সেমিনার চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত হয়েছে । ১৩ সেপ্টেম্বরের সভায় চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান ছেং সিওয়েই উল্লেখ করেছেন , সাম্প্রতিক কয়েক বছরে চীনের নিরীক্ষা সংস্থা অর্থনৈতিক দায়িত্ব ও নির্মাণ-প্রকল্পসম্পর্কে যে নিরীক্ষার কাজ করেছে তা দুর্নীতি রোধ করার ব্যাপারে ভাল ভূমিকা পালন করেছে । তিনি জোর দিয়ে বলেছেন , নিরীক্ষা সংস্থাকে সরকারের দায়িত্ব জোরদার ও উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে হবে ।
সেমিনারে অংশ গ্রহণকারী চীনের প্রতিনিধি হিসেবে ছেং সিওয়েই " সরকারের দায়িত্ব জোরদার ও উন্নত করার ব্যাপারে নিরীক্ষা সংস্থার ভূমিকা"শিরোনামে এক ভাষণ দেন । সরকারী কার্যক্রমপ্রক্রিয়া ও পরিণামের দায়িত্ব, আর্থিক দায়িত্বও কার্যকরীতার দায়িত্ব সরকারের দায়িত্বে অন্তর্ভূক্ত। এটা একটি দেশের গণতান্ত্রিক ও আইনগত শাসনের এক গুরুত্বপূর্ণ নিদর্শন । এটা সরকারের দায়িত্ব জোরদার ও উন্নত করা , গণতান্ত্রিক রাজনীতি ত্বরান্বিত , আইনগত মনোভাব জোরদার ও সরকারের দেশ শাসনের পদ্ধতি উন্নত করার পক্ষে সহায়ক হবে । তিনি জোর দিয়ে বলেছেন, সরকারের দায়িত্ব জোরদার করার ব্যাপারে নিরীক্ষা সংস্থার গুরুত্বপূর্ণদায়িত্ব রয়েছে বলে তাকে বিশেষ ভূমিকা পালন করতে হবে । তিনি বলেছেন , সরকারের দায়িত্বপ্রাপ্তনিরীক্ষক হিসেবে নিরীক্ষা সংস্থাসরকারী বিভাগ ও সরকারী তত্পরতার ওপর তার পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানের মাধ্যমে সরকারের দায়িত্ব পালন সম্পর্কে মূল্যায়ন করে এবং নিজের মতামত পেশ করে ।
ছেং সিওয়েই বলেছেন , সরকারের দায়িত্ব জোরদার ও উন্নত করার ব্যাপারে বিভিন্ন দেশের নিরীক্ষা সংস্থা নিজনিজ পদ্ধতি গ্রহণ করে এবং বহু মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করে । চীনের নিরীক্ষা সংস্থারও নিজের বৈশিষ্ট্য ও অভিজ্ঞতা আছে । যেমন সাম্প্রতিক বছরগুলোতে নেতৃস্থানীয় ক্যাডারদের অর্থনৈতিক দায়িত্ব ও নির্মাণপ্রকল্প সম্পর্কে যে পরীক্ষানিরীক্ষা চালানো হয়েছে তা দুর্নীতি প্রতিরোধে অত্যন্ত ভাল ভূমিকা পালন করেছে । তিনি বলেছেন, অর্থনৈতিক দায়িত্ব সম্পর্কিত পরীক্ষানিরীক্ষা থেকে পার্টি ও সরকারের নেতৃবৃন্দের দায়িত্ব ও ব্যক্তিগত দায়িত্ববোঝা যায় । ফলে নেতৃস্থানীয় ক্যাডারদের দায়িত্ববোধ জোরদার হয়েছে । এটা নেতৃস্থানীয় ক্যাডারদের পরিচালনা ও তত্ত্বাবধানে সহায়ক হবে ।
তাছাড়া সরকারী সংস্থাযদি কার্যকরভাবে নিজের দায়িত্ব পালন না করে তাহলে সরকারী প্র্রশাসকেরনেতৃত্বাধীন এক সংস্থা হিসেবে চীনের নিরীক্ষা সংস্থা সরাসরি সরকারী প্রশাসকের কাছে রিপোর্ট দাখিল করতে পারে । আইন অনুযায়ী নিরীক্ষা সংস্থার সমাধান ও শাস্তি দেয়ার ক্ষমতা থাকবে ।
আইন ব্যবস্থা নির্মাণে এ বছরের প্রথম দিকে চীন " নিরীক্ষা আইন" সংশোধন করেছে । অর্থনৈতিক বৃদ্ধির পদ্ধতি পরিবর্তন, সাশ্রয়ী সমাজ গড়ে তোলা , প্রশাসনের খরচ কমিয়ে আনা , প্রশাসনের কার্যকরিতা উন্নত করার জন্যে চীন সরকার ধারাবাহিক ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে । ছেং সিওয়েই বলেছেন , পরীক্ষা- নিরীক্ষার পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীনের নিরীক্ষা সংস্থার প্রধান কাজ আর্থিক আয় -ব্যয়ের নিরীক্ষা থেকে আর্থিক আয়-ব্যয়ের নিরীক্ষা এবং কার্যকরিতার নিরীক্ষায় মোড় নিয়েছে ।
উল্লেখ্য, এশিয়ার নিরীক্ষা সংগঠনের তৃতীয় সেমিনার ১২ সেপ্টেম্বর সাংহাই শহরে শুরু হয় । চীনের অর্থনীতি দ্রুত ও স্থিতিশীলভাবে উন্নত হওযায়, নিরীক্ষা কাজে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় এবং আন্তর্জাতিক নিরীক্ষা সংগঠন বিশেষ করে এশিয়া নিরীক্ষাসংগঠনে প্রধান ভূমিকা পালন করায় এবারের সম্মেলনে চীন এশিয়া নিরীক্ষা সংগঠনের চেয়ারম্যান দেশ হিসেবে নির্বাচিতহয়েছে । আর চীনের নিরীক্ষা কার্যালয়ের মহাপরিচালক লি চিনহুয়া এশিয়া নিরীক্ষা সংগঠনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।
|