v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-09-14 16:28:38    
ফুচিয়ান প্রদেশের সেপ্টওয়োল্ভস লিমিডেট কোম্পানি

cri
    ১৯৯০ সালের ১৮ জুন ফুচিয়ান প্রদেশের সেপ্টওয়োল্ভস লিমিডেট কোম্পানি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় । ২০০৪ সালের ৬ আগস্ট এ কোম্পানির শেয়ার শেনচেন স্টক এক্সচেঞ্জে বিক্রি করা হয় । এ কোম্পানি প্রধানত কাপড় উন্নয়ন, উত্পাদন ও বিক্রির কাজে নিয়োজিত রয়েছে । তাদের বিখ্যাত পুরুষদের কাপড়ের ট্রেডমার্ক "সেপ্টওয়োল্ভস" হল এ কোম্পানির প্রধান ট্রেডমার্ক। কোম্পানিটি প্রধানত সেপ্টওয়োল্ভস নামক পুরুষদের কাপড় উত্পাদন করে । কোম্পানিটির সাংহাই, হংকং ও টোকিওতে নিজস্ব গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং বিশ্বের উন্নতমানের কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ক্রিয় যন্ত্র রয়েছে । এর উত্পাদিত পণ্যদ্রব্যের স্টাইল নতুন, কাপড় সুন্দর । এর উত্পাদিত জ্যাকেটগুলো সুনাম অর্জন করেছে । বর্তমানে সুগুলো চীনের পুরুষদের উন্নত মান সম্পন্ন আরামদায়ক পোশাকে পরিণত হয়েছে এবং চীনের আরামদায়ক পোশাক শিল্পের মধ্যে প্রথম সারিতে রয়েছে । বহু বছরের উন্নয়নের মাধ্যমে বর্তমান কোম্পানিটির সদরদপ্তরের মোট আয়তন ৩৯.৮ হাজার বর্গমিটার। শ্রমিক সংখ্যা প্রায় ১৮০০ জন ।

    সেপ্টওয়োল্ভস কোম্পানি ট্রেডমার্কের প্রতিষ্ঠা করার ওপর গুরুত্ব দেয় এবং উচ্চমান ও সৃজনশীল প্রশাসন পদ্ধতির মাধ্যমে অব্যাহতভাবে উন্নত করছে । ১৯৯৫ সাল থেকে কোম্পানি বিশেষ ব্যবসায়িক পদ্ধতি ব্যবহার করে দীর্ঘকাল ধরে সংগ্রহ করা ট্রেডমার্কের অভিজ্ঞতা ও চমত্কার পেশাগত উত্পাদন সামর্থ্য এবং অব্যাহতভাবে বাড়ানো বাজারের বিক্রি ব্যবস্থার মাধ্যমে সক্রিয়ভাবে কোম্পানির বিক্রিকাজ সম্প্রসারণ করেছে । বহু বছরের প্রচেষ্টায় কোম্পানি চমত্কার সাফল্য অর্জন করেছে । বর্তমানে সারা চীনে তাদের প্রায় ১৩০০টি বিক্রয় কেন্দ্র রয়েছে । চীনের জাতীয় বাণিজ্যিক তথ্য কেন্দ্র আর চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর আর্থ-বাণিজ্য পরিসংখ্যান বিভাগের তথ্য থেকে জানা গেছে , ২০০১ সালে গোটা বাজারের সেপ্টওয়োল্ভস ট্রেডমার্কের জ্যাকেট বিক্রির পরিমাণ অনুরুপ পণ্যদ্রব্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে এবং কোম্পানিটি পরপর পাঁচ বছর এ সম্মান লাভ করেছে । সেপ্টওয়োল্ভস অবসর পোশাক ইতোমধ্যে চীনের পুরুষ পোশাকের প্রতিনিধিত্ব করছে । এ কাপড় এখন আধুনিক পুরুষদের পছন্দের জিনিস এবং সমাজের বিভিন্ন সম্প্রদায়ের সমাদর ও প্রশংসা পেয়েছে । ১৯৯২,১৯৯৮ সালে সেপ্টওয়োল্ভস ট্রেডমার্ক পোশাক দু'বার ফুচিয়ান প্রদেশের বিখ্যাত ট্রেডমার্কে ভূষিত হয় । ১৯৯৭ সালে সংশ্লিষ্ট পর্যালোচনার তথ্য থেকে জানা গেছে , এ কোম্পানির পোশাক ট্রেডমার্কের মূল্য ২৪.৯ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে । ১৯৯৯ সালে সেপ্টওয়োল্ভস পোশাক "চীনের পোশাক বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষ পোশাকের ট্রেডমার্ক"নামে ভূষিত হয় । ২০০১ সালের এপ্রিল মাসে এ কোম্পানি "২০০০ সালে চীনের পোশাক শিল্পের শত শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠানের" সম্মান অর্জন করে । ২০০২ সালের ফেব্রুয়ারী মাসে চীনের জাতিয় শিল্প ও বাণিজ্য প্রশাসনিক ব্যবস্থাপনা ব্যুরো সেপ্টওয়োল্ভস "চীনের বিখ্যাত ট্রেডমার্ক"হিসেবে স্বীকার করে ।

    ২০০০ সালে আর ২০০১ সালে অষ্টম ও নবম চীনের পোশাক মেলায় "সেপ্টওয়োল্ভস" পরপর দু'বার শহরের অবসর পোশাকের প্রতিনিধি হিসেবে সাফল্যের সঙ্গে ২০০১ ও ২০০২ সালের শরত্কাল ও শীত্কালে চীনের পোশাকের প্রচলনের প্রবণতা প্রকাশ করে ।

    বর্তমানে আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী ডিজাইন করা সেপ্টওয়োল্ভসের সদরদপ্তরের শিল্প উদ্যানের প্রথম পর্যায়ের প্রকল্প সম্পন্ন হয়েছে এবং উত্পাদন শুরু হয়েছে । ৩ বছরের নির্মাণকাজের মাধ্যমে এ শিল্প উদ্যান চীনের প্রথম শ্রেণীর পুরুষ অবসর পোশাক উত্পাদনের ঘাঁটিতে পরিণত হবে ।