মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র টনি স্নো ১৩ সেপ্টেম্বর এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জাতিসংঘ মহাসচিব কফি আনান মধ্য-প্রাচ্যের দেশগুলোর নেতৃবৃন্দের বরাত দিয়ে ইরাক যুদ্ধ মধ্য-প্রাচ্য অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে এনেছে বলে যে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্র তার সঙ্গে একমত নন।
তিনি বলেছেন, মধ্য-প্রাচ্যের পরিস্থিতি নিয়ে দেখা গেছে, লেবানন গণতান্ত্রিক ব্যবস্থা গঠন করার চেষ্টা করছে। ফিলিস্তিনও গণতান্ত্রিক ব্যবস্থা গঠন করার চেষ্টা করছে। এমনকি আফগানিস্তান ও ইরাক গণতান্ত্রিক ব্যবস্থা গঠন করেছে। এ সব মধ্য-প্রাচ্য অঞ্চল অর্জিত অগ্রগতি।
|