চীনের প্রধানমন্ত্রী ওয়ে চিয়া পাও ১৩ সেপ্টেম্বর লন্ডনে ব্রিটেনের উপপ্রধান মন্ত্রী জন প্রেস্কোট ও তার নেতৃত্বাধীন ব্রিটেনের চীন সম্পর্ক বিষয়ক গ্রুপের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন । দু'পক্ষ টেকসই উন্নয়ন ও সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে মতৈক্যে পৌঁছেছে ।
বৈঠকে প্রেস্কোট বলেছেন , উভয় পক্ষের উচিত সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত করা । চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করে টেকসই নগরায়নের উন্নয়ন হাসিল করা হবে বলে ব্রিটেন আশা করে ।
ওয়োন চিয়া পাও বলেছেন , ব্রিটেন টেকসই উন্নয়ন ও সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদার করার যে প্রস্তাব উপস্থাপন করেছে , তাতে চীন ইতিবাচক মনোভাব পোষন করে । উভয় পক্ষের উচিত উন্নয়নের দ্বার আরো উন্মুক্ত করা , অব্যাহতভাবে নতুন সহযোগিতার অন্তর্নিহিত শক্তি অন্বেষণ করা এবং আবহাওয়ার পরিবর্তন , নিরাপদ জ্বালানী , টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা প্রভৃতি বিষয়ে সংলাপ জোরদার করা ।
|