চীনের রাষ্ট্রীয় পরিষদ সম্প্রতি রাষ্ট্রীয় একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক কার্যক্রম প্রকাশ করেছে । এটাই চীনের প্রণয়নকারী সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক প্রথম মাঝারি ও দীর্ঘমেয়াদী কার্যক্রম ।
কার্যক্রমে আর্থ-সামাজিক উন্নয়নের দিক থেকে সামনের ৫ বছরে চীনের সাংস্কৃতিক উন্নয়নের নীতি ও লক্ষ্য সার্বিকভাবে বর্ণনা করা হয়েছে এবং ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ের মধ্যে সাংস্কৃতিক উন্নয়নের ভবিষ্যত্ অবহিত করা হয়েছে ।
১০টি বিভাগ বিশিষ্ট এই কার্যক্রমে পথনির্দেশনার কর্মসূচি , নীতি ও লক্ষ্য , তত্ত্ব ও চিন্তাধারার কাজ জোরদার করা , গণ-সাংস্কৃতিক পরিসেবা , সাংবাদিকতা , সাংস্কৃতিক শিল্প , সংস্কৃতির উদ্ভাবন , জাতীয় সংস্কৃতির সংরক্ষণ , সাংস্কৃতিকযোগ্য কর্মীদের প্রশিক্ষণ , নিশ্চয়তার ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নীতি অন্তর্ভুক্ত ।
|